সাধারণজ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলীঃ
১। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র
>>>> চিলি।
২। যে দেশের অন্যদেশের সাথে সবচেয়ে বেশি
সীমান্ত আছে >>>> চীন।
৩। ফিলিপাইনের মুদ্রার নাম >>>>
পেসো।
৪। হিরোশিমা দিবস >>>> ৬ আগস্ট।
৫। টয়লেট দিবস >>>> ১৯ নভেম্বর।
৬। রেড ইন্ডিয়ান উপজাতি যে দেশের
>>>> যুক্তরাষ্ট্র।
৭। জুলু উপজাতি >>>> দক্ষিন
আফ্রিকার।
৮। ইউরোপের ক্রীড়াঙ্গন>>>>
সুইজারল্যান্ড।
৯। সাত পাহাড়ের শহর >>>> রোম।
১০। পোপের শহর>>>> রোম
১১। নীরব শহর >>> রোম।
১২।চির শান্তির শহর >>> রোম
১৩। কাঙ্গারুর দেশ >>>
অস্ট্রেলিয়া।
১৪। ইউরোপের বুট >>> ইটালি
১৫। সোনালি আঁশের দেশ >>>
বাংলাদেশ।
১৬। বজ্রপাতের দেশ >>> ভুটান।
১৭। সাদা শহর >>> বেলগ্রেড।
১৮। দ্বীপের মহাদেশ >>> ওশেনিয়া।
১৯। পবিত্র ভূমি >>> জেরুজালেম।
২০। পবিত্র দেশ >>> ফিলিস্তিন।
এররকম আরও জানতে এখান থেকে পি ডি এফটি ডাউনলোড করেনিন।
No comments:
Post a Comment