আপডেট:

Thursday, March 2, 2017

একটি সাইট ও একটি ফেসবুক গ্রুপ যা কি না আপনার ডেইলি পড়াশুনার জন্য হেল্পফুল হতে পারে !!!

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের প্রায় সকলের হাতেই স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ রয়েছে। কিন্তু এর ভেতর অনেকেই আছেন যারা অনলাইনে পড়াশুনা করার জন্য ভালো সোর্স খুজছেন।
আপনারা যাতে অনলাইনে ভালো করে পড়াশুনা করতে পারেন সেই স্বপ্ন নিয়ে ২০১৪ সালের ডিসেম্বর মাসে একটি ব্লগ খুললাম।এটিই সেই ব্লগ Macrocollections4u. আল্লাহ্‌র অশেষ রহমতে ও সকলের দোয়ায় অনেক ভালো রেসপন্সও পেলাম।অনেকেই এখন আমার এই ব্লগে এসে পড়াশুনা করে।খুব ভালো লাগে এটি।আর হ্যাঁ, এই ব্লগের সাথে সাথে আমি একটি ফেসবুক গ্রুপও চালাই।ওখানেও অনেকে এসে পড়াশুনা করে।আপনিও যোগ দিন।এখন আমি আমার ব্লগ ও গ্রুপ সম্পর্কে কিছু তথ্য ও পরামর্শ দিচ্ছি আপনাদেরকে।একটু ভালো করে পড়ুন, বুঝুন আশাকরি ভালো লাগবে।

ব্লগ ফিচারসঃ 

  • সাইটের নাম ম্যাক্রোকালেকশনসফোরইউ।          
  • অভ্র সফটওয়্যার ব্যবহার করে টাইপ করা এটি একটি বাংলা ব্লগ।খুব সহজ ভাষায় উপস্থাপিত এই ব্লগটিতে রয়েছে সহজেই পড়াশুনা করার পদ্ধতি।
  • বিভিন্ন বিষয়ের আলোচনাসহ পিডিএফ ডাউনলোডের সুবিধাও রয়েছে এখানে। তবে ডাউনলোড লিঙ্কগুলো সবই অ্যাডফ্লাই এ শর্টেন করা।এটি কোন ব্যাপার না আপনি ডাউনলোড করতে বুঝলে প্রত্যেকটি ফাইলই ডাউনলোড হবে।যদি না বুঝতে পারেন তাহলে দেখুন ব্লগের মেনুতে ডাউনলোড টিপস নামক একটি পেজ আছে। ওটা দেখলে আশাকরি পারবেন।   
  • ব্লগে আছে একটি সুন্দর মেনুবার, যেখানে কি না আপনি খুব সহজেই সাইটের তথ্য ও ডাউনলোড টিপস পাবেন। 
  • পোস্ট লেভেলিং করা আছে।কাজেই বিষয়ভিত্তিক পোস্ট খুজে পেতে অনেক সুবিধা পাবেন। 
  • সাইটের হোমপেজেই রয়েছে আপডেট পোস্ট টিকার, যার সাহায্যে আপনি ব্লগের পোস্ট আপডেট পাবেন খুব সহজেই।

ফেসবুক গ্রুপের ফিচারসঃ 

  • গ্রুপটির নাম "BCS Study and Admission Test"
  • নিয়মিত পোস্ট আপডেট করা হয়। অনেক ভালো ভালো পোস্ট দেওয়া হয় যা থেকে অনেক কিছু শেখার আছে। 
  • যেহেতু গ্রুপটি পড়াশুনা রিলেটেড তাই আপনি পড়াশুনা রিলেটেড যাবতীয় সঠিক ও বৈধ ইনফরমেশন শেয়ার করতে পারবেন। 
  • আপনার সাইট লিঙ্কও দিতে পারেন যদি সেটি পড়াশুনা রিলেটেড হয়।
  • তবে সব কথার এক কথা, পোস্টগুলো অবশ্যই সবার কর্তৃক গ্রহণযোগ্য হতে হবে।তা না হলে গ্রুপ থেকে মেম্বারশিপ বাতিল করে দেওয়া হবে।   
Join this group from here


অনেক কথা বলা হয়ে গেলো।আজ আর নয়।আপনারা নিয়মিত আমার ব্লগে ভিজিট করবেন এটিই আশা রেখে আজকের পোস্ট এখানেই শেষ করছি। 

আল্লাহ্‌ হাফেজ।                            

No comments:

Post a Comment