অনলাইনে নির্ভরযোগ্য পড়াশুনা ও এর মান
উন্নয়নের লক্ষ্যে macrocollections4u এ চালু
করা হয়েছে “মডেল টেস্ট সিস্টেম পড়াশুনা।” এই পড়াশুনা সিস্টেমে আপনাদের জন্য
প্রত্যেকটি Model
Questions Sheet এ
কিছু প্রশ্ন দেওয়া আছে।আছে উত্তরও।নিয়মিত স্টাডি করে এগুলো মনে রাখলে আপনার হয়ত কাজে লাগলেও লাগতে পারে।
ফিচারসঃ
- প্রত্যেকটি Model Question Sheet এ সর্বমোট ১৫ টি MCQ আছে।
- পোস্টে সরাসরি উত্তর না দেওয়া থাকলেও আছে উত্তর ডাউনলোডের সুব্যবস্থা।
- বাংলা, ইংরেজি, গণিত, সাধারণজ্ঞান ইত্যাদি এর উপর অনেক প্রশ্ন দেওয়া আছে।
এই সাইটে ঢুকে ক্যাটেগরিস বা লেভেলসে
দেখবেন যে ‘মডেল টেস্ট’ নামক একটি লেভেল আছে।ওখানেই মডেল টেস্ট রিলেটেড পোস্ট এবং
এর আপডেট পাবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
যদি কোন প্রশ্নে বা প্রশ্নের উত্তরে সমস্যা থাকে তাহলে পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।আশাকরি উপযুক্ত সমাধান দেওয়া
হবে।
No comments:
Post a Comment