বিশ্বকাপ ফুটবলে যা যা প্রথমঃ
১। প্রথম ম্যাচঃ মেক্সিকো – ফ্রান্স।১৯৩০ সালে মন্টেভিডিওতে হওয়া এই ম্যাচে ফ্রান্স
৪-১ গোলে হারিয়েছিল মেক্সিকোকে।
২।প্রথম গোলঃ ফ্রান্সের লুসিয়ে লঁরা(১৯৩০ সালে)।
৩। প্রথম মাঠ থেকে বহিষ্কৃত খেলোয়াড়ঃ পেরুর মারিও ডি লাস
কাসাস (রুমানিয়ার বিপক্ষে,১৯৩০)
৪। প্রথম পেনাল্টিতে গোলঃ ম্যানুয়েল রকেটাস
রোসাস(মেক্সিকো)।(আর্জেন্টিনার বিপক্ষে, ১৯৩০ সালে)
৫। প্রথম হ্যাট্রিকঃ আর্জেন্টিনার গুইলারমো স্টাবিল।(মেক্সিকোর বিপক্ষে ১৯৩০)।
৬। ইনজুরির কারনে বদলি প্রথম খেলোয়াড়ঃ ফ্রান্সের অ্যালেক্স
থেপট(১৯৩০)।
৭। প্রথম বাছাইপর্বের ম্যাচঃ সুইডেন –
এস্তোনিয়া।(৬-২),১৯৩৩।
৮। প্রথম মূলপর্বে পেনাল্টি মিসঃ ব্রাজিলের ভালদেমার ডি
ব্রিটো(স্পেনের বিপক্ষে,১৯৩৪)
৯। প্রথম টাই ম্যাচঃ ইতালি – স্পেন(১-১),১৯৩৪।
১০। প্রথম অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচঃ ইতালি-চেকোস্লোভাকিয়া।(১৯৩৪)।
১১। প্রথম বাছাইপর্ব খেলা আয়োজক দলঃ ইতালি(১৯৩৪)।
১২। প্রথম বাছাইপর্ব খেলা এশিয়ার দলঃ ডাচ ইস্ট
ইন্ডিজ(বর্তমানে ইন্দোনেশিয়া),১৯৩৮।
১৩।প্রথম জার্সিতে নম্বরের ব্যবহারঃ ১৯৩৮ সালে।
১৪। প্রথম আত্মঘাতী গোলঃ সুইজারল্যান্ডের আরনেস্ট লোইসচার
(জার্মানির বিপক্ষে,১৯৩৮)।
১৫। প্রথম বাছাইপর্বের ম্যাচে বদলি খেলোয়াড়ঃ হোরস্ট ইকেল(জার্মানি),১৯৫৩।
১৬। প্রথম টস হেরে বাছাইপর্ব থেকে বিদায় হওয়া দলঃ
স্পেন(১৯৫৪ সালে স্পেন-তুরস্ক প্লায়-অফ ২-২ গোলে ড্র হওয়ার পর টস হয়েছিল)।
১৭। প্রথম গোলশূন্য ড্রঃ ব্রাজিল-ইংল্যান্ড,১৯৫৮।
১৮। বিশ্বকাপে প্রথম ডোপটেস্টঃ ১৯৬৬ সালে।
১৯। প্রথম
বিশ্বকাপে মাসকটঃ ১৯৬৬(ওয়ার্ল্ড কাপ উইলি)।
২০। প্রথম বদলি গোলরক্ষকঃ রুমানিয়ার নেকুলা
রাদুকানু(ব্রাজিলের বিপক্ষে,১৯৭০)।
(((From Current News)))
এইটা Collection এ রাখতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment