আপডেট:

Friday, January 16, 2015

আসুন তথ্য ও প্রযুক্তি বিষয়ে কিছু সাধারনজ্ঞান পড়াযাক । পর্ব ০১

সাধারনজ্ঞান(তথ্য ও প্রযুক্তি)

১। BCD কোডে বিটের সংখ্যা ৪ টি ।
২। IC প্রথম ইউজ হয় >>>তৃতীয় প্রজন্মের কম্পিউটারে।
৩। VESA >>> Vedio Electronic Standard Architecture.
৪। ওরাকল >>> এক ধরনের ডাটাবেজ প্রোগ্রাম।
৫। মোবাইল ফোনের জনক বলা হয় >>> মারটিন কুপারকে।
৬। বিশ্বের প্রথম স্মার্টফোন >>> আই বি এম সাইমন।
৭। অপটিক্যাল ফাইবার ডেটা পরিবহন করে >>> বারবার আলয়র পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে।
৮। ASCII >>> American Standard Code for Information Interchange.
৯। LAN >>> Land Area Network/// Local Area Network.
১০। মোডেমের মধ্যে থাকে >>> একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
১১। HTML >>> Hyper Text Markup Language.
১২। কোনও ইমেইল ঠিকানায় অবশ্যই থাকতে হবে >>> @
১৩। BCC >>> Blind Carbon Copy.
১৪। সর্বপ্রথম ওয়ারলেস Communications এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন >>> ইতালির বিজ্ঞানী মারকনি।
১৫। প্রোগ্রাম রচনা করা সবচেয়ে কঠিন >>> মেশিনের ভাষায়।   
 (((Current Affairs, January,2015))) 
   
এই তথ্যগুলো PDF আকারে পেতে এখানে ক্লিক করুন।   


No comments:

Post a Comment