আপডেট:

Thursday, January 29, 2015

আসুন কিছু গোলক ধাঁধা জেনে নেই।



কিছু গোলক ধাঁধাঃ


১।তোমারও আছে আমারও আছে না না করলে আরও নাচে =???

২। আমি থাকি ডালে তুমি থাকো খালে তোমার আমার দেখা হবে মরণের কালে =???

৩। ঘরের ভিতর ঘর হাত বাড়াইয়া ধর =???

৪। ও আল্লাহ্‌ হল কি আকাশ থেকে পড়ল কি ঘর বেরই জানালা দিয়ে আমি বেরই কমনি দিয়ে =???

৫। চললে রেলগাড়ি ছুঁইলে সিকি =???

৬। হাত নেই পা নেই গড়গড়াইয়া যায় কাটলে মাংস নেই সর্বলোকে খায় =???

৭। বাগান থেকে বেরোল এক উং তার সমস্ত গায়ে ডুং ডুং =???


৮। তুমি পরম বন্ধু তুমি পরম ভাই তোমার ইশারায় আমি দূরদূরান্তে যাই =???


জানতে চান এগুলোর উত্তর কি ???

তাহলে এখানে আসুন আর পি ডি এফটি ডাউনলোড করেনিন।   

No comments:

Post a Comment