প্রিয় পোস্ট পাঠকদের জন্য আজ আমার একটু অন্যরকম আয়োজন।আসুন এখন শিখি কিছু ব্যাসিক।আর এগুলো সবই হবে মজা করার মাধ্যমে।তাহলে দেরি না করে শুরু করে দিই।
যে ডাব নিয়ে আসবে তার অর্ধেক তাকে(২য় আত্মীয়কে) দিতে হবে। এবার যখন গাছে উঠবে তখন গাছতলায় তার শ্যালকের সাথে দেখা।সেও একই সুর দিল।সে যে ডাব পেড়ে নিয়ে আসবে তার অর্ধেক তাকে(শ্যালককে) দিতে হবে।এখন প্রশ্নটা হল, ওই জামাইয়ের সর্বনিম্ন কতগুলো ডাব পাড়তে হবে??? (বিঃদ্রঃ ডাব ভাঙা যাবে না অর্থাৎ আস্ত থাকতে হবে) >>> ১৬ বা ১৬ এর গুণিতক সংখ্যক ডাব পাড়তে হবে।
এরকম আরও জানতে এই লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করেনিন।
Many Many Thanks for Reading My Post
No comments:
Post a Comment