আপডেট:

Thursday, February 12, 2015

আসুন মজা করার মাধ্যমে ব্যাসিক জ্ঞান অর্জন করি।


প্রিয় পোস্ট পাঠকদের জন্য আজ আমার একটু অন্যরকম আয়োজন।আসুন এখন শিখি কিছু ব্যাসিক।আর এগুলো সবই হবে মজা করার মাধ্যমে।তাহলে দেরি না করে শুরু করে দিই।

এক জামাই শ্বশুরবাড়ি বেড়াতে গেছে।এখন তার ইচ্ছা হল ডাব খাওয়ার।সে এই কথা তার শ্বশুরকে বলল।তখন তার শ্বশুর আপত্তি করলো না।কিন্তু তার একটা শর্ত ছিল। আর তা হচ্ছে জামাই যে ডাব নিয়ে আসবে তার অর্ধেক তাকে(শ্বশুরকে) দিতে হবে।জামাই রাজি।যখন জামাই রাস্তা দিয়ে যাচ্ছে তখন তার এক আত্মীয়র সাথে দেখা। সে আত্মীয়কে সব খুলে বলল। তার আত্মীয়ও তাকে একই শর্ত দিল। যে ডাব নিয়ে আসবে তার অর্ধেক তাকে(আত্মীয়কে) দিতে হবে।এরপর সে রউনা করলো।আবার পথে আর এক আত্মীয়র সাথে দেখা।সেও একই সুর শুনালো।
যে ডাব নিয়ে আসবে তার অর্ধেক তাকে(২য় আত্মীয়কে) দিতে হবে। এবার যখন গাছে উঠবে তখন গাছতলায় তার শ্যালকের সাথে দেখা।সেও একই সুর দিল।সে যে ডাব পেড়ে নিয়ে আসবে তার অর্ধেক তাকে(শ্যালককে) দিতে হবে।এখন প্রশ্নটা হল, ওই জামাইয়ের সর্বনিম্ন কতগুলো ডাব পাড়তে হবে??? (বিঃদ্রঃ ডাব ভাঙা যাবে না অর্থাৎ আস্ত থাকতে হবে) >>> ১৬ বা ১৬ এর গুণিতক সংখ্যক ডাব পাড়তে হবে।

এরকম আরও জানতে এই লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করেনিন।

Many Many Thanks for Reading My Post

No comments:

Post a Comment