আপডেট:

Tuesday, February 17, 2015

আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০২ [[[Uses of 'If' Condition]]]

If যুক্ত Sentence লেখার নিয়মাবলীঃ

১। If এর পরে Present Indefinite Tense হলে তারপর will/can/may + মূল Verb যুক্ত একটি বাক্য হয়।
((( If + Present + Future/Present)))
Example : If you come I will go to the library.

২। If এর পরে Past Indefinite Tense হলে তারপর would + মূল Verb যুক্ত একটি বাক্য হয়।
(((If + Past Indefinite +Subject+ would+মূল  Verb+others)))
Example: If saw him I would feed him.


৩। If এর পরে Past Perfect Tense হলে তারপর would have + মূল Verb এর Past Participle Form  যুক্ত একটি বাক্য হয়।
(((If + Past Perfect Tense +Subject+would have +V.P.P+ others)))
Example: If I had caught him I would have punished him.

N.B: এই জাতীয় বাক্যে যদি Had আগে থাকে অর্থাৎ Sentence শুরুতে থাকে তাহলে তা If হিসেবে কাজ করে।
Example: Had I been a rich man I would have helped the poor.

এই লেখাগুলো পি ডি এফ ইবুক আকারে পেতে চাইলে এখানে ক্লিক করুন।  


ধন্যবাদ। 

No comments:

Post a Comment