আপডেট:

Sunday, March 15, 2015

আসুন গণিত নিয়ে আলোচনা করি। পর্ব ০২ [[[বর্গ ও ঘন সম্পর্কিত সূত্রসমূহ]]]

আমার পোস্টে আজ আপনাদের জন্য থাকছে গণিতের বর্গ ও ঘন সম্পর্কিত সূত্র।এই গুলো একেবারে মৌলিক সূত্র বলতে পারেন যা আমাদের মোটামুটি সবার দরকার।ঠিক আছে তাহলে আর দেরি না করে নিচে দিয়ে দিচ্ছি।পড়া শুরু করেদিন। আর সবচেয়ে ভালো হয় যদি পি ডি এফটি ডাউনলোড করেনেন।  
1. (a+b)2= a2+2ab+b2
2.  (a-b)2=a2-2ab+b2
3.     a2+b2= (a+b)2-2ab
4.     a2+b2=(a-b)2+2ab
5.  a2-b2=(a+b)(a-b)
6.  a2+b2= 1/2{(a+b)2+(a-b)2}
7.  ab=(a+b/2)2-(a-b/2)2
8. 4ab=(a+b)2-(a-b)2
9. (a+b)2=(a-b)2+4ab
10. (a-b)2=(a+b)2-4ab
11.(a+b)2+(a-b)2=2(a2+b2)
12. (a+b+c)2= a2+b2+c2+2ab+2bc+2ca
13. 2(ab+bc+ca)=(a+b+c)2-(a2+b2+c2)
14. a2+b2+c2=(a+b+c)2-2(ab+bc+ca)
15. (x+a)(x+b)=x2+(a+b)x+ab
আরও বেশি জানতে এখান থেকে ফাইলটি নামিয়ে নিন।  

No comments:

Post a Comment