আপডেট:

Sunday, March 15, 2015

আসুন ঝটপট জেনে নেওয়া যাক রসায়নের কিছু মৌল ও যৌগমূলকের যোজনী।

আমরা অনেকেই আছি যারা বিজ্ঞান বিভাগে পড়াশুনা করি।এমনিতে বাইরে থেকে দেখলে মনে হয় বিজ্ঞান কি না জানি কঠিন কিন্তু আসল ব্যাপারটি তা নয়।একটু টেকনিক খাটিয়ে পড়াশুনা করলে অনেক ভালো কিছু করার সম্ভবনা থাকে। আজ আমার পোস্ট হবে বিজ্ঞান বিভাগেরই বিষয় রসায়ন বিজ্ঞানের উপর।আর রসায়নের যে বিষয়  নিয়ে আলোচনা করবো তা হল বিভিন্ন মৌল ও যৌগমূলকের যোজনী।তাহলে আর কথা না বাড়িয়ে লেখা শুরু করে দেই।


যোজনী সারণীঃ       
হাইড্রোজেন(H)
অক্সিজেন(O)
বোরন(B)
কার্বন(C)
নাইট্রোজেন(N)
সালফার(S)
ফ্লোরিন(F) 
সালফার(S)
নাইট্রোজেন(N)
সিলিকন(Si)
ফসফরাস(P)

ক্লোরিন(Cl)
ম্যাগনেসিয়াম(Mg)
ফসফরাস(P) 
সালফার(S)


ব্রোমিন(Br)
ক্যালসিয়াম(Ca)
অ্যালুমিনিয়াম(Al)
টিন(Sn)


আয়োডিন(I) 
জিংক(Zn)
ক্রোমিয়াম(Cr) 
লেড(Pb)


সোডিয়াম(Na)
কপার(Cu)(ইক)
আয়রন(Fe)(ইক)  



পটাসিয়াম(K)
আয়রন(Fe)(আস) 




কপার(Cu)(আস)
টিন(Sn)




সিলভার(Ag)
লেড(Pb)





বেরিলিয়াম(Be)





আরও বেশি জানতে এখানে ক্লিক করুন আর ফাইলটি নামিয়ে নিন।  

No comments:

Post a Comment