আপডেট:

Tuesday, March 17, 2015

আসুন রসায়ন পড়ি।পর্ব ০১ [[[নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের যাবতীয় সংকেতসমূহ]]]

আমার পোস্টে আজও আপনাদের জন্য আয়োজন রসায়ন বিজ্ঞান নিয়ে।আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো রসায়নের(৯ম ও ১০ম শ্রেণীর বইয়ের) যাবতীয় সংকেতসমূহ। সংকেতসমূহ এই পোস্টে বেশ কিছু থাকবে আর বাকিটা থাকবে নেক্সট পোস্টে।আপনাদের যাতে সুবিধা হয় সেজন্য আমি এই সংকেতসমূহ নিয়ে ২ টা পি ডি এফ বানিয়েছি।খুব ভালো হবে যদি আপনারা এই দুইটা ডাউনলোড করে নেন।আমি এখানে অবশ্য কিছু সংকেত অ্যাড করে দিচ্ছি বাকিটা থাকবে এই পি ডি এফে।      
আর কথা বাড়ালাম না। নিচের থেকে পড়া শুরু করেদিন।আর মেমোরাইজ করুন। উপকারে আসবে। 


বাংলা নাম/রাসায়নিক নাম
সংকেত
অক্সিজেন
O2
নাইট্রোজেন
N2
ক্লোরিন
Cl2
ব্রোমিন
Br2
কার্বন ডাই অক্সাইড
CO2
পানি
H2O
চুনের পানি/ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড   
Ca(OH)2
হাইড্রোক্লোরিক এসিড 
HCl
খাবার লবণ/ সোডিয়াম ক্লোরাইড 
NaCl
মিথেন/প্রাকৃতিক গ্যাস 
CH4
অ্যামোনিয়া
NH3
ইথানল
CH3CH2OH
হাইড্রেটেড কপার সালফেট/ব্লু ভিট্রিয়ল/তুঁতে  
CuSO4.5H2O
সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট/খাবার সোডা  
NaHCO3
সোডিয়াম কার্বনেট
Na2CO3
বেনজিন 
C6H6
ম্যাগনেসিয়াম অক্সাইড
MgO
চুনাপাথর/ ক্যালসিয়াম কার্বনেট  
CaCO3
ক্যালসিয়াম ক্লোরাইড
CaCl2
নাইট্রিক অক্সাইড
NO
পটাসিয়াম পারম্যাঙ্গানেট  
KMnO4
পটাসিয়াম ডাইক্রোমেট 
K2Cr2O7
সালফিউরিক এসিড
H2SO4

ধন্যবাদ সবাইকে। 

1 comment:

  1. ভাই ও বোনেরা,
    I am extremely sorry. ওখানে যে পি ডি এফটি দেওয়া আছে তাতে তিনটা সংকেত ভুল আছে।
    ১। নাইট্রিক এসিড (HNO3)
    ২। ফেরাস ক্লোরাইড (FeCl2)
    ৩। ফেরিক ক্লোরাইড (FeCl3)
    অনেকদিন পর ধরা পড়ল। তাই সাথে সাথে জানিয়ে দিলাম।ধন্যবাদ।
    <<>>

    ReplyDelete