আপডেট:

Tuesday, March 3, 2015

আসুন জেনে নেই রসায়নের কিছু মৌলিক বিষয়।পর্ব ০১


এখন আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি রসায়নের বেশ কিছু মৌলিক বিষয়।পড়ুন আশা করি উপকার হবে।    
১। কক্ষপথে সর্বচ্চো ইলেকট্রন ধারণক্ষমতার সুত্র হচ্ছে 2n2 (যেখানে n=1,2,3,4) n= 1 হলে প্রথম শক্তিস্তর,n=2  হলে ২য় শক্তিস্তর,n=3 হলে ৩য় শক্তিস্তর,n=4 হলে ৪র্থ শক্তিস্তর।
অর্থাৎ, ১ম শক্তিস্তরে সর্বচ্চো ইলেকট্রন ধারণক্ষমতা ২ টি, ২য় শক্তিস্তরে ৮ টি, ৩য় শক্তিস্তরে ১৮ টি, ৪র্থ শক্তিস্তরে ৩২ টি।


২। যখন দুইটি ধাতু নিয়ে কাজ করা হয় তখন তাদের মধ্যে যার অবস্থান সক্রিয়তা সিরিজে উপরে থাকে তার জারণ আর যার অবস্থান নিচে থাকে তার বিজারণ হয়।


৩। যখন দুইটি ধাতু সম্পর্কিত যৌগ নিয়ে কাজ করা হয় তখন তাদের মধ্যে যে ধাতুর অবস্থান সক্রিয়তা সিরিজে উপরে থাকে সে ধাতু সম্পর্কিত যৌগটি উৎপাদ ও যে ধাতুর অবস্থান নিচে থাকে সে ধাতু সম্পর্কিত যৌগটি বিক্রিয়ক।


৪। সক্রিয়তা সিরিজে যে মৌলের অবস্থান যত নিচে হয় তার বিজারণ তত আগে ঘটে।  

 
৫। প্রায় সকল বিয়োজন বিক্রিয়া তাপহারী বিক্রিয়া।আবার প্রায় সকল দহন ও সংযোজন বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া।


এখান থেকে তথ্যগুলো পি ডি এফ আকারে ডাউনলোড করেনিন।   

No comments:

Post a Comment