স্বাগতম।আমরা এখন জেনে নেই রসায়নের খুব সাধারণ ও প্রয়োজনীয় বিষয়।পড়ে মনে রাখতে পারলে উপকার হবে।সো পড়া শুরু করেদিন।
১। Additional Polymer(সংকলন পলিমার): রাবার, পলিথিলিন।
২। Condensation Polymer(ঘনীভবন পলিমার): নাইলন, পলিএস্টার।
৩। বন্ধনীক্রম = (Bond
Pair-Anti Bond Pair)/2
৪। জ্যামিতিক সমাণুতা প্রদর্শনকারী যৌগ চেনার উপায়ঃ
(i)
প্রত্যেক পার্শ্বের কার্বনের উভয়পাশে দুটি ভিন্ন ভিন্ন মৌল
যুক্ত থাকবে।
(ii)
যৌগগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে।
(iii)
উভয়পাশের কার্বনের সাথে যুক্ত মৌলগুলোর কমপক্ষে একটি বা
সবগুলো মিল থাকবে।
৫।আয়োডোফর্ম বিক্রিয়া প্রদানকারী যৌগ চেনার উপায়ঃ
(i)
যৌগে CH3-CO- মূলক থাকবে।
(ii)
অথবা ২ নং কার্বনে O থাকবে।
No comments:
Post a Comment