আপডেট:

Tuesday, March 17, 2015

আসুন রসায়ন পড়ি।পর্ব ০২ [[[নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের যাবতীয় সংকেতসমূহ]]]

গত পোস্টে আমি যুক্ত করে দিয়েছিলাম নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের যাবতীয় সংকেত সমূহের এক পার্ট।এবার আরেক পার্ট দেওয়ার মাধ্যমে সমস্ত সংকেতই তুলে ধরলাম এই পোস্টে।নতুন করে কিছু বলার নেই, তবুও বলি যাবতীয় সংকেত একসাথে পেতে দুইটা পি ডি এফই ডাউনলোড করেনিন।আর আমি আমার পোস্টেও কিছু সংকেত যুক্ত করে দিচ্ছি পড়তে থাকুন।  


বাংলা নাম/রাসায়নিক নাম
সংকেত
সালফিউরাস এসিড
H2SO3
ম্যাগনেসিয়াম কার্বনেট 
MgCO3
ডলোমাইট 
CaCO3.MgCO3
ব্লিচ/ব্লিচিং পাউডার 
Ca(OCl)Cl
ফিটকিরি/পটাশ এলাম/ পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট   
Al2(SO4)3.K2SO4.24H2O
জিপসাম 
CaSO4.2H2O
সিলিকন ডাইঅক্সাইড
SiO2
গ্যালেনা 
PbS
বক্সাইট
Al2O3.2H2O
ক্রোমাইট
FeO.Cr2O3
উলফ্রামাইট
FeWO4
রুটাইল
TiO2
চালকোসাইট  
Cu2S
ক্যালসিয়াম সিলিকেট
CaSiO3
ম্যাঙ্গানিজ সিলিকেট
MnSiO3
ফেরাস সিলিকেট
FeSiO3
ফেরাস অক্সাইড
FeO
সিন্নাবার
HgS
জিংক ব্লেন্ড
ZnS
ক্যালামাইন  
ZnCO3
ম্যাগনেটাইট
Fe3O4
হেমাটাইট
Fe2O3
লিমোনাইট
Fe2O3.3H2O
কপার পিরাইট(পাইরাইট)
CuFeS2
সাগরের পানি
NaCl
তাম্রমল
CuCO3.Cu(OH)2
অলিয়াম/ওলিয়াম    
H2S2O7
ইথেন
C2H6
ইথিন
C2H4
প্রোপেন
C3H8
বিউটেন
C4H10

Download নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের যাবতীয় সংকেতসমূহ পার্ট ০১ 

Download নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের যাবতীয় সংকেতসমূহ পার্ট ০২ 


ধন্যবাদ সবাইকে। 

No comments:

Post a Comment