ইংলিশের উপর আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য থাকছে কিছু "Fixed Preposition"। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সবগুলো সুন্দর করে পড়ে মনে রাখার চেষ্টা করুন।আশাকরি ভীষণ কাজে দেবে।আমি কিছু যুক্ত করে দিচ্ছি এই পোস্টে।বাকিটা থাকবে আমার তিরী PDF এ।তাহলে পড়া শুরু করে দিন।
আর হ্যাঁ PDF টি আপনি এখানে পাবেন।
Fixed Preposition:
1. Consist of (গঠিত)
2. Consist in (নিহিত)
3. Take after (সাদৃশ্য)
4. Take to task (তিরস্কার করা)
5. Take up (দায়িত্ব গ্রহণ করা)
6. Take by (ধরা)
7. Take down (লিখে নেওয়া)
8. Take place (ঘটা)
9. Take over (গ্রহণ করা)
10. Take Heart (আশান্বিত হওয়া)
11. Deal in (ব্যাবসা করা)
12. Deal with (আচরণ করা/আলোচনা করা)
13. Deal out (বণ্টন করা)
14. Give off (নির্গত করা)
15. Give away (বিতরণ করা)
16. Give in (বশ্যতা স্বীকার
করা)
17. Give vent to (প্রকাশ করা)
18. Call out (চিৎকার করা)
19. Call off (প্রত্যাহার করা)
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment