আপডেট:

Sunday, April 5, 2015

দেখেনিন কিছু প্রয়োজনীয় সাধারণজ্ঞান। পর্ব ০১

আমরা অনেকই বি সি এস বা কোন না কোন চাকরীর পরীক্ষা দেব বলে আশা রাখি।আর সেই চাকরীর পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদেরকে যদি সামান্য একটু সহায়তা করতে পারি তাহলে নিজেকে সার্থক বলে মনে করবো।আপনাদেরকে সহায়তাস্বরূপ আজ নিয়ে আসলাম কিছু সাধারণজ্ঞান।বসে না থেকে পড়ুন।কাজে দেবে।যদিও আমি নিচে দিয়ে দেব
আপনারা সবথেকে ভালো করবেন যদি PDF টি এখান থেকে ডাউনলোড করেনেন।তাহলে আর দেরি না করে নিচে তুলে ধরলাম।পড়তে থাকুন। 
****************************************************
১। পারমাণবিক বোমার জনক >>> রবার্ট ওপেন হেইমার।
২। শ্বেতহস্তীর দেশ >>> থাইল্যান্ড।
৩। শ্বেতভল্লূকের দেশ >>> রাশিয়া।
৪। সূর্যোদয়ের দেশ >>> জাপান।
৫। সমুদ্রের বধূ >>> গ্রেট ব্রিটেন।
৬। সাদা রাশিয়া >>> বেলারুশ।
৭। বিশ্বের বৃহত্তম ক্রীড়াআসর >>> অলিম্পিক গেমস।
৮। যে মাছ উড়তে পারে >>> উড়ুক্কু মাছ।
৯। যে পাখি বরফে বাস করে >>> পেঙ্গুইন।
১০। ভুটানের জাতীয় পাখি >>> কাক।   
  
ধন্যবাদ সবাইকে। 
        

No comments:

Post a Comment