আপডেট:

Wednesday, February 11, 2015

শিখে রাখি কিছু বেসিক জিনিস। হয়ত কাজে লাগলেও লাগতে পারে।


১। তুমি কার মায়ের বাপের ছেলে/মেয়ে??? >>> তোমার ভাগ্নে বা ভাগ্নির।
২। চারটা কলার মধ্যে ষাঁড়ে(সাড়ে) তিনটা খেয়েগেল কয়টা থাকে??? >>> ১ টি ।(((কথার মার প্যাচ)))
৩। একটি পাত্রে পাঁচটি মাছ আছে, একটি মাছ মরে গেলো কয়টি থাকে ??? >>> ৫ টিই থাকে কারন মরা মাছটিও পাত্রে থাকে। (((কথার মার প্যাচ)))

৪। মনেকর তুমি গাড়ি চালাচ্ছো। তোমার গাড়িতে তিন শ্রেণীর লোক রয়েছে। প্রত্যেক শ্রেণীতে পাঁচজন করে।প্রথম পাঁচজনের বয়স ২৫ বছর করে, ২য় পাঁচজনের বয়স ১২ বছর করে, ৩য় পাঁচজনের বয়স ১৮ বছর করে। ড্রাইভারের বয়স কত ??? >>> তোমার নিজের বয়স বলে দাও। As You are the Driver of the Vehicle.(((কথার মার প্যাচ)))
৫। ৪+৩ = ৮ হয় কখন ??? >>>ভুল হলে (((কথার মার প্যাচ)))  

এই গুলো পি ডি এফ আকারে পেতে চাইলে এখানে ক্লিক করুন।        

ধন্যবাদ সবাইকে।         


No comments:

Post a Comment