আপডেট:

Friday, February 13, 2015

বেশ কিছু শিক্ষণীয় প্রবাদ।

আসুন আমরা আজ ঝটপট কিছু প্রবাদ শিখি ও মুখস্ত করি। এগুলোর প্রত্যেকটিই ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়িয়ে নিচের থেকে পড়া শুরু করে দেই। 
****************************************
1.      Something is better than nothing >>> নাই মামার থেকে কানা মামা ভালো।

2.      What is lotted can not be blotted >>> ভাগ্যের লিখন না যায় খণ্ডন।

3.      It takes two to make a quarrel >>> এক হাতে তালি বাজে না।

4.      Tit for tat >>> ইট মারলে পাটকেল খেতে হয়।

5.      All that glitters is not gold >>> চক চক করলেই সোনা হয় না।


6.      Diamond cuts diamond >>> মানিকে মানিক চেনে।

7.      Cut your coat according to your cloth >>> আয় বুঝে ব্যয় কর।

8.      Look before you leap >>> ভাবিয়া করিও কাজ।

9.      Two and two make four >>> দুইয়ে দুইয়ে চার হয়।

10.  Grasp all lose all >>> লোভে পাপ,পাপে মৃত্যু।  

এই প্রবাদগুলো পিডিএফ আকারে পেতে চাইলে  এখানে  ক্লিক করুন।    

**********************************


No comments:

Post a Comment