আপডেট:

Friday, February 13, 2015

নিয়েনিন প্রিয়জনকে পচানোর কিছু দারুন দারুন এস এম এস।

আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য আয়োজন একটু ভিন্ন রকমের।আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি কিছু এস এম এস।আর এগুলো খুব ফানি এবং এগুলোর মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষটিকে খুব পচানো পচাতে পারবেন।তো নিচে থেকে পড়ুন।

************************************* 
    
১।শুন্যস্থান পূরণ করো
  আমি নদি তুমি মরু
  আমি ঘাস তুমি ......।

২।দুটি চোখে স্বপ্নছিল মনে ছিল আশা,
  গরুর ঘরে থাকবে তুমি মারবে অনেক মশা। 

৩।তুমি বীর তুমি সাহসী তুমি দুর্জয় তুমি মহীয়সী
  তোমার গায়ে অনেকজোর, তুমি আমাদের গ্রামের মুরগি চোর।

৪।তোমায় দেখেছি ফাল্গুনের সাজে, তোমায় দেখেছি স্বপ্নের মাঝে,পুকুর পাড়ে বিলের ধারে।
 দেখেছি তোমার লম্বা দুইটা ঠ্যাং।তুমি যে আমার প্রিয় কোলাব্যাঙ।


৫।নারী যতই দেখো রুপের ঝর্না,করতে হবে তোমাকে তরকারি রান্না।

এই গুলো পিডিএফ আকারে পেতে চাইলে এখানে ক্লিক করুন।  

**********************************    

No comments:

Post a Comment