আপডেট:

Friday, March 13, 2015

আসুন গণিত নিয়ে আলোচনা করি। পর্ব ০১ [[[ত্রিকোণমিতির সূত্রসমূহ ]]]

অনেকদিন ধরে ভাবছি গণিত নিয়ে একটু আলোচনা করবো।তা আর হয়েই ওঠে না।আজ একটু সময় হল,তাই আলোচনায় বসে গেলাম।যাহোক আজ আমার আলোচ্য বিষয় ত্রিকোণমিতির সূত্রসমূহ নিয়ে।তো দেরি না করে নিচের থেকে পড়তে থাকুন।আর এই তথ্যগুলো পি ডি এফ আকারে পেতে এখানে ক্লিক করুন।

জেনে রাখা ভালো,                              
sinƟ = লম্ব / অতিভুজ                                                           
cosƟ =ভূমি / অতিভুজ                                                           
tanƟ = লম্ব / ভূমি  এবং cotƟ= ভূমি / লম্ব।  
secƟ = অতিভুজ / ভূমি   
cosecƟ = অতিভুজ / লম্ব  
সূত্রসমূহঃ
1. sin2Ɵ+cos2 Ɵ =1
2. sec2 Ɵ-tan2 Ɵ =1
3. cosec 2 Ɵ-cot2 Ɵ =1  
4. sinƟ=1/cosecƟ  or, cosecƟ=1/sinƟ
5. cosƟ=1/secƟ  or, secƟ=1/cosƟ
6. tanƟ=sinƟ/cosƟ
7. cotƟ= cosƟ/sinƟ   

ধন্যবাদ সবাইকে। 

No comments:

Post a Comment