আপডেট:

Wednesday, March 11, 2015

আসুন শিখে রাখি উইন্ডোজ পিসিতে কিভাবে আনসাপরটেড(পুরাতন) সফটওয়্যার ইন্সটল করতে হয়।

আধুনিক যুগে আমরা এখন অনেক উন্নতমানের উইন্ডোজ ও এস ব্যবহার করছি।কিন্তু দেখা যায় আগের সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার এখনকার এসব ও এসে সাপোর্ট করে না।সুখের সংবাদ হচ্ছে এসব সফটওয়্যার সাপোর্ট করানোর উপায়ও আছে।আর এর জন্য জাস্ট আপনাকে কিছু কাজ করতে হবে সফটওয়্যারটি ইন্সটল করার আগে।যে কাজ গুলো করতে হবে সেগুলো আমি ধারাবাহিকভাবে নিচে লিখে দিচ্ছি।



স্টেপ ০১। প্রথমে সফটওয়্যারটির Properties এ যান।
    
স্টেপ ০২। এরপর এখান থেকে Compatibility তে যান।

স্টেপ ০৩। এরপর Run this program in compatibility mode for এরপাশে যে বক্স রয়েছে এতে টিক দিন।     

স্টেপ ০৪। এরপর নিচের থেকে Windows 95,Windows 98… etc এর একটা দেখিয়ে দিন।আর Ok করে বেরিয়ে আসুন।ব্যাস,কাজ শেষ।এবার সফটওয়্যারটি ইন্সটল করুন,হবে বলে আশা রাখি।

এই পদ্ধতিটি পি ডি এফ টিউটোরিয়াল আকারে পেতে ক্লিক হেয়ার।    

আজ এপর্যন্তই।
আল্লাহ হাফেজ।       

No comments:

Post a Comment