আপডেট:

Sunday, April 5, 2015

দেখেনিন প্রয়োজনীয় কিছু সাধারণজ্ঞান। পর্ব ০২

সাধারণজ্ঞানের উপর আমার ধারাবাহিক পোস্টে এখন আপনাদের জন্য থাকছে দ্বিতীয় পর্ব।নিচে আমি বেশ কিছু তথ্য অ্যাড করে দিচ্ছি।ঝটপট পড়া শুরু করেদিন।
আর যদি তথ্যগুলো পি ডি এফ আকারে পেতে চান তাহলে এখানে ক্লিক করুন। তাহলে পড়ুন।
***************************************

১। যে গাছ সবচেয়ে বেশিদিন বাঁচে >>> ব্রিস্টলকোন পাইন (প্রায় ছয় হাজার বছর)
২। যে গাছ সবচেয়ে বেশি ফল দেয় >>> আখরোট।
৩। যে প্রাণী একচোখ খোলা রেখে ঘুমায় >>> ডলফিন।
৪। যে মাছ শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে >>> বৈদ্যুতিক বাইম (ইলেকট্রিক ঈল)
৫। যে প্রাণী চোখ-কান দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় >>> হরিণ।
৬। যে প্রাণী দুচোখ খোলা রেখে ঘুমায় >>> মাছ।
৭। যে প্রাণী দাড়িয়ে ঘুমায় >>> ঘোড়া,হাতি,জিরাফ।
৮। যে পাখি পানির উপর দিয়ে হাটতে পারে >>> ওয়েস্টার্ন গ্রেব।
৯। যে পাখির লেজ নেই >>> কিউই।
১০। যে মাছ বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধারণ করে >>> ব্যাঙ মাছ।
  
ধন্যবাদ সবাইকে। 


   

No comments:

Post a Comment