আজ আমার টিউনে আপনাদের জন্য থাকছে কয়েকটি উইন্ডোজ সফটওয়্যার।এই সফটওয়্যার গুলো সেইরকম কাজের।না দেখলে বুঝবেন না।আসলে অনেক অ্যাপ্লিকেশানের মধ্যে থেকে বাছাইকৃত এই অ্যাপ্লিকেশানগুলোর ব্যবহার বহু।তাহলে আর কিন্তু কথা বাড়াচ্ছি না।নিচে সফটওয়্যারগুলোর কাজ সহ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি।যার যেটা লাগে ঝটপট ডাউনলোড করেনিন।
7zip
এটি বহুল ইউজড একটি সফটওয়্যার যা দিয়ে আপনি বিভিন্ন ফরম্যাটে ফাইল কমপ্রেস করতে পারবেন।যেমনঃ 7z,zip ইত্যাদি।অনেক ফাস্ট একটা সফটওয়্যার এটি।
ডাউনলোড লিঙ্কঃ
Protected Folder
এটি আরও প্রয়োজনীয় একটি সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার পার্সোনাল ফাইল বা ফোল্ডার লক করে রেখে দিতে পারবেন।এই সফটওয়্যারটি রেজিস্টার্ড।সো ইউজ করে মজা পাবেন।
ডাউনলোড লিঙ্কঃ
Share It
এটিও আগের দুইটার থেকে কোন অংশে কম নয়।এটিও ভীষণ প্রয়োজনীয় একটা সফটওয়্যার।এটি দিয়ে আপনি আপনার Android Smart ফোন থেকে ফাইল নেওয়া দেওয়া করতে পারবেন।তবে পিসিতে অবশ্যই ওয়াইফাই থাকতে হবে।
ডাউনলোড লিঙ্কঃ
[[[পাসওয়ার্ডঃwww.macrocollections4u.blogspot.com ]]]
No comments:
Post a Comment