আপডেট:

Saturday, December 27, 2014

Android Smart Phone এর জন্য একেবারে সাধারণ কিছু টিপস

কিভাবে অ্যানড্রয়েডে স্ক্রীনশট দিব???

ভেরি ইজি। আপনি আপনার পছন্দের মুহূর্ত বা ছবিটি স্ক্রীনশট দিতে পারবেন খুব সহজে। এর জন্য নিচের অনুযায়ী কাজ করুন

Volume Down Button + Start Button/Unlock Button এক সাথে চেপে ধরুন। দেখবেন মোবাইলে ওই মুহূর্তে আপনি যা দেখছিলেন বা যা করছিলেন তা স্ক্রীনশট হয়েগেছে।ছবিগুলো আপনি পাবেন আপনার মেমোরিতে স্ক্রীনশট নামের একটা ফোল্ডারে।
(((Press Volume Down Button + Start Button ,, at the same time)))

 কিভাবে ফোনমেমোরি ফরম্যাট করবো???

অ্যানড্রয়েডে ফোনমেমোরি ফরম্যাট করতে হলে আপনাকে যেতে হবে সেটিংসে।সেটিংসে গিয়ে স্টোরেজ এ যান। তারপর এর সবার নিচে দেখুন Erase Phone Storage…. এখানে ক্লিক করুন।ব্যাস দেখবেন ফরম্যাট হয়েগেছে।
(((Settings>>>Storage>>>Erase Phone Storage….)))

 সেটের কোন ফার্ম অ্যাপস যদি ডিলিট বা রিমুভ করে ফেলি তাহলে কি করবো?? 

এর একেবারে শেষ একটা ওষুধ আছে। আর সেটা হচ্ছে রিসেট করা।রিসেট করলে আপনার ফোনের সব অ্যাপস যেগুলো কোম্পানি থেকে দেওয়া ছিল সেগুলো সব ঠিক থাকবে কিন্তু আপনি নিজে যা ইন্সটল করেছিলেন সেগুলো সব চলে যাবে।সিস্টেমএ যদি মেলা সমস্যা হয় তখন এই রিসেট ছাড়া উপায় থাকে না।রিসেট করলে আপনার শুধু মাত্র আনসেভ জিনিস যেমন কোন আনসেভ ফোন নাম্বার ইত্যাদি ডিলিট হয়ে যাবে বাট অন্যান্য কোন কিছুর উপর প্রভাব পড়বে না।নো টেনশন।      

এটি করতে হলে আপনাকে যেতে হবে সেটিংসে। তারপর যেতে হবে Backup & Reset... এখানে। এবার এখান থেকে রিসেটে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। সেট রিস্টার্ট নিবে। অবশ্য হালকা একটু সময় নিবে।  তারপর সেট অন হলে দেখবেন একেবারে নতুনের মত হয়েগেছে।  
(((Settings>>> Backup & Reset..>>>Factory Data Reset )))  

এটি PDF আকারে পেতে Click Here.                                 


No comments:

Post a Comment