বন্ধুরা যারা সি প্রোগ্রামিং স্টাডি শুরু করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে সুখবর।আমি আপনাদের জন্য অনেকগুলো কোড সংগ্রহ করে একটি পি ডি এফ বানিয়েছি। পি ডি এফটি দেখুন। আশাকরি ভীষণ উপকার হবে।
আমি নিচে একটি কোড যুক্ত করেদিচ্ছি।আর বাকিগুলো সব পি ডি এফটিতে পাবেন।
কোডটিঃ
#include <stdio.h>
int main()
{
double a, b, sum;
a = 9.5;
b = 8.743;
sum = a + b;
printf("Sum is: %lf\n", sum);
printf("Sum is: %0.2lf\n", sum);
return 0;
}
পি ডি এফটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment