আপডেট:

Tuesday, January 27, 2015

কালেকশনে রাখুন সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর দারুন একটি ইবুক।

বন্ধুরা আমরা অনেকেই আছি যারা সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। আসলে এটা বেশ কঠিন একটা বিষয়। এর জন্য আপনাকে পাড়ি দিতে হবে বহুপথ। বাজারে , অনলাইনে বহু বই পাবেন এই বিষয়ের উপর। কিন্তু সত্যি কথা বলতে কি এগুলোর মধ্যে অনেক বই আছে যেগুলোর মান অতটা ভালো নয়। আজ আমি আপনাদের সামনে একটা পি ডি এফ ইবুক নিয়ে হাজির হয়েছি। বইটির নাম "Foundations of QT Development". এ বইটি সম্পর্কে বলার তেমন কিছু নেই শুধু বলি সেরা বই।


No comments:

Post a Comment