স্ক্রীন কীবোর্ড যেভাবে আনতে হয়
আমরা অনেকসময় এমন সমস্যার
ফেস করি যে মাঝে মাঝে কীবোর্ড এর নির্দিষ্ট কিছু কিছু বাটনে কাজ করে না। অর্থাৎ
এন্টার বাটন, শিফট বাটন ইত্যাদি। সেক্ষেত্রে অনেকসময় কিছু ডকুমেন্ট বা অন্য কাজ
করতে গেলেও সমস্যার সৃষ্টি হয়।এর একটা সর্বশেষ সমাধান হচ্ছে স্ক্রীন কীবোর্ড। আর
এটি আনতে যা যা করতে হবে তা আমি লিখে দিচ্ছি নিচে।
*** প্রথমে আপনার পিসিতে
কীবোর্ডের উইন্ডোজ কী +R একসাথে চাপুন।
*** তারপর যে রান বক্স
আসবে তাতে osk টাইপ করে এন্টার/Ok করুন।
*** এরপর দেখবেন স্ক্রীন
কীবোর্ড হাজির।
নিচে স্ক্রীনশট দেখুনঃ
আর এটি যদি পি ডি এফ আকারে পেতে চান তাহলে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment