আপডেট:

Saturday, April 25, 2015

আসুন সি প্রোগ্রামিং নিয়ে একটু ঘাটাঘাটি করি। পর্ব ০৪

অনেকদিন সি প্রোগ্রামিং নিয়ে তেমন লেখা হয় না।তাই আজ ভাবলাম  বৃষ্টির দিনে বসে না থেকে একটু লিখি।যারা প্রোগ্রামিং করেন তাদের নিশ্চয় বলতে হবে না যে সি প্রোগ্রামিং কি???আর যারা একেবারে নতুন তাদের জন্য পরামর্শ হচ্ছে আমার আগের করা পোস্টগুলো দেখুন।আশাকরি একটু হলেও শিখতে পারবেন।তো বন্ধুরা আজ আমার কাজ হচ্ছে আপনাদের সামনে কিছু কোড হাজির করা এবং আমি সেটা করেছিও।আমি বেশ কিছু কোডের টেক্সট ফাইলের লিঙ্ক যুক্ত করে দিচ্ছি নিচে।আপনারা ডাউনলোড করেনিন।আর টেস্ট করুন কোডব্লকস বা টার্বোসি সফটওয়্যার দিয়ে।
কোডগুলো জিপ ফাইল আকারে থাকবে।যদি জিপ ফাইল এক্সট্রাক্ট করতে সমস্যা হয় তাহলে এখান থেকে 7Zip সফটওয়্যারটি ডাউনলোড করেনিন।আর কথা বাড়াবো না।ঝটপট নিচের থেকে ফাইলগুলো ডাউনলোড করেনিন।

কোডসমুহঃ  

1.Snake Play.zip
2.Many C in One.zip
3.Sum Determination of Two Digits.zip
4.Sum Determination of Three Digits.zip
5.Pyramid.zip
6.Random Assalamualaikum.zip  

ধন্যবাদ সবাইকে।                    

No comments:

Post a Comment