আপডেট:

Monday, May 11, 2015

আপনার উইন্ডোজ পিসিতে স্ক্রীনশট দিন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই।


হাই। কেমন আছেন সবাই???নিশ্চয় ভালো।আমিও ভালো আছি।আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য থাকছে উইন্ডোজ পিসির জন্য একটি ছোটখাটো কিন্তু বেশ উপকারী টিপস।আপনারা অনেকেই হয়ত সফটওয়্যার ছাড়া উইন্ডোজ পিসিতে স্ক্রীনশট কিভাবে দিতে হয় তা জানেন না।আজ আমি শিখিয়ে দেব।আমি নিচে আমার পোস্টে লিখে দিচ্ছি সবকিছু।পড়ুন। 
কিন্তু যদি ওখান থেকে ভালো না বুঝতে পারেন তাহলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।আশাকরি বুঝবেন।যাক আর কথা না বাড়িয়ে এখনই নিচে থেকে প্রসেসটি দেখেনিন।

আপনি আপনার পিসির কীবোর্ডের উইন্ডোজ কি + Prt Sc Sys Rq একসাথে একই সময়ে চাপুন দেখবেন আপনার ঐ মুহূর্তের ডিসপ্লেতে যা আছে তা স্ক্রীনশট হিসেবে সেভ হয়ে গেছে।এটি বা এগুলো আপনি পাবেন আপনার কম্পিউটারের Libraries এর মধ্যে Pictures নামক ফোল্ডারে স্ক্রীনশট হিসেবে।
Windows Key + Prt Sc Sys Rq = Screen Shot
Place where found screenshots  = Computer>>>Libraries>>>Pictures>>> Screenshots.   

ধন্যবাদ সবাইকে।             

No comments:

Post a Comment