ঈদ মোবারাক।বেশ কয়েকদিন হল পোস্ট করা হয় না।তাই ভাবলাম বৃষ্টিভেজা দিনে আজ আপনাদের জন্য কিছু লিখি।যাহোক আজ আমার পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে কিছু সাধারণজ্ঞান।পড়তে থাকুন।ভালো লাগবে ও কিছুটা হলেও শিখতে পারবেন।
২। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য >>> গিলগামেশ।
৩। সপ্তাহের সাতদিনকে বিভক্ত করে >>> ক্যালডীয়রা।
৪। সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন >>> হযরত ওমর ফারুক (রা.)।
৫। জিগুরাত >>> সুমেরীয় ধর্ম মন্দির।
৬। পৃথিবীর প্রাচীনতম ভাষা >>> হিব্রু।
৭। গণতন্ত্রয়ের সূতিকাগার >>> গ্রিস।
৮। ইতিহাসের জনক বা পিতা >>> হেরোডোটাস।
৯। প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল >>> ইরান।
১০। স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর ছিল >>> ইন্দোনেশিয়ায়।
১১। বৃত্তকে ৩৬০ ডিগ্রি কোণে ভাগ করেন >>> অ্যাসেরীয়রা।
১২। ফরাসী বিপ্লবের মতবাদ বা স্লোগান >>> স্বাধীনতা,সমতা ও ভ্রাতৃত্ব।
Source: Current Affairs, July 2015.
ধন্যবাদ।
No comments:
Post a Comment