আপডেট:

Tuesday, September 1, 2015

শিখেনিন পিসিতে কিভাবে প্লেষ্টোর থেকে Android Apps ডাউনলোড করবেন।

হাই।বেশ কয়েকদিন পর আবার পোস্ট করতে আসলাম।কেমন আছেন সবাই ??? ভালো থাকলে খুশি।আমি ভালো আছি।যাহোক এবার আসি মেইন কথায়।আমরা অনেকেই এখন Android Smart Phone চালায়।আমরা জানি Android এর মেইন মার্কেট হচ্ছে প্লেষ্টোর।কিন্তু অনেকের মনে ভ্রান্ত ধারণা এটি থাকলে থাকতেও পারে যে , গুগল প্লেষ্টোর থেকে পিসি দিয়ে অ্যাপ ডাউনলোড করা যায় না।এটি সম্পূর্ণ ভুল কথা। আপনি পিসি দিয়েও প্লেষ্টোর থেকে এ পি কে ফাইল ডাউনলোড করতে পারবেন।কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আমি নিচে তুলে ধরছি।ভালো করে ফলো করুন বুঝতে পারবেন বলা আশাকরি।        


কাজের ধারাঃ     

 ১। প্রথমে  আপনার পিসির ব্রাউজারে লিখুন Apps Evozi আর সার্চ দিন।দেখবেন নিচের মত পেজ এসেছে।  

২। এবার APK Downloader এ যান।এরকম একটি পেজ আসবে। এটিকে একটি আলাদা ট্যাব হিসেবে রাখুন।এখন অন্য কাজ।  
৩।এবার আরেকটি ট্যাবে আপনি যে অ্যাপটি নামাবেন সেটির নাম লিখে সার্চ দিন।যেমনঃ Bangla Dictionary Google Play, The Oxford Dictionary Play Store etc...আমি সার্চ দিয়েছি বাংলা ডিকশনারি। 
৪। এবার কাজ হচ্ছে অ্যাপটির সাইট লিঙ্ক/ মেইন লিঙ্ক কপি করা।নিচের মত করে মার্ক করে কপি করুন। 
৫। এবার পূর্বের ট্যাবে আবার যান এবং ফাঁকা বক্সে লিঙ্কটি পেস্ট করেদিন। তারপর Generate Download Link এ ক্লিক করুন।  
 ৬। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন।ডাউনলোড লিঙ্ক চলে আসবে। এখন click here to download..... নামক লিঙ্কে ক্লিক করুন।দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।    




আজ তাহলে এপর্যন্তই।
ধন্যবাদ সবাইকে।  
  
  

No comments:

Post a Comment