আপডেট:

Thursday, September 10, 2015

আসুন জানি কিছু বিষয় সম্পর্কে "সেগুলো কেন হয় ???" পর্ব ০৬

হাই। কেমন আছেন সবাই ??? আশাকরি ভালো আছেন।আমিও মহান আল্লাহ্‌র রহমতে ভালো আছি।কথা প্রসঙ্গে,আজ আমি আবার আপনাদের জন্য কিছু ব্যাখ্যা নিয়ে এসেছি যা পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।তাই দেরি না করে নিচে থেকে পড়ুন।



টেস্ট খেলোয়াড়দের পোশাক সাদা হয় কেন ???
সাদা পোশাক কম তাপ শোষণ করে ও চোখের প্রশান্তি দেয় বলে টেস্ট খেলোয়াড়দের পোশাক সাদা হয়।ফলে গরম কম লাগে।

তেল ও পানি একত্রে মেশে না কেন ???
সমজাতীয় পদার্থ পরস্পরকে দ্রবীভূত করে বন্ধনে আবদ্ধ হয়।তেলের অণু ও পানির অণু ভিন্ন ধরণের হওয়ায় তেলের অণুর ভিতরকার বন্ধন(দ্বিযোজী) হতে পানির অণুর বন্ধন ভিন্ন হয়।ফলে তা পানিতে মিশে না।   

তুষার সাদা দেখায় কেন ???
বায়ুমণ্ডলে ভাসমান জলীয়বাষ্প জমে স্বচ্ছ ষড়ভুজাকার তুষার সৃষ্টি হয়।বায়ুমণ্ডলে পরিবাহিত হওয়ার সময় এ মসৃণ স্ফটিকাকার তুষারে সূর্যরশ্মি পতিত হলে তা বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয় ও ফলে একে সাদা দেখায়। 


এইগুলো একসাথে কালেকশনে রাখুন এখান থেকে। 

ধন্যবাদ সবাইকে।        

No comments:

Post a Comment