আপডেট:

Sunday, September 20, 2015

আসুন সি প্রোগ্রামিং নিয়ে একটু ঘাটাঘাটি করি। পর্ব ০৬

হাই।কেমন আছেন প্রিয় পাঠক বন্ধুরা ??? নিশ্চয় ভালো।আমিও মহান আল্লাহ্‌র রহমতে ভালোই আছি।আমার পোস্টে আজ আবারও আপনাদের জন্য থাকছে সি প্রোগ্রামিং নিয়ে একটু আলোচনা।আমি আজ আপনাদের সামনে সি এর এমন একটি কোড শেয়ার করবো যেটি আপনারা কোডব্লকসে বা অন্য কোন সি কম্পাইলরে রান করালে আপনাদের নির্ধারিত কথাটি বা লাইনটি অবিরত ভাবে সো করবে।
কোডঃ  

#include <stdio.h>
int main()
{
int j=0;
for(j=0; j<1000000000000; j++)
{
printf("I want to be a great programmer");
}
}

এই কোডটি আপনি কপি করে আপনার পিসিতে কম্পাইলর দিয়ে রান করালে অবিরত ভাবে দেখাবে "I want to be a great programmer".আপনি চাইলে এখানে অন্য কোন লাইন লিখে টেস্ট করতে পারেন।যেমনঃ "Hello World","How are you???" etc. 
আজ তাহলে এপর্যন্তই।সবাই ভালো থাকবেন।
আর, সি প্রোগ্রামিং এর আরও কোড পেতে এখান থেকে ফাইলটি ডাউনলোড করতে ভুলবেন না। 
ধন্যবাদ সবাইকে। 

        

No comments:

Post a Comment