সাপ খোলস বদলায় কেন ???
সাপের
সারা জীবনের দৈহিক ক্রমবর্ধমান (ধীরগতি) বৃদ্ধি এবং একই সাথে ত্বকের উপরিভাগের
বৃদ্ধি না ঘটার কারণে সাপকে এক থেকে তিন মাস অন্তর অন্তর খোলস বদলাতে হয়।
কোনো কোনো প্রাণী জাবর কাটে কেন ???
কোনো
কোনো প্রাণী দ্রুত খাদ্য গ্রহণের জন্য খাদ্যকে প্রথমে গ্রহণ করে পাকস্থলীর
অগ্রভাগের প্রকোষ্ঠে রাখে ও পরবর্তীতে অবসর বা বিশ্রামের সময় তা আবার চিবানোর জন্য
মুখে এনে জাবর কাটে।
কুকুরের ঘ্রাণশক্তি বেশি কেন ???
কোনো
কিছুর গন্ধ শুকলে বস্তু থেকে পদার্থকণা বাতাসের সাহায্যে নাকের কোমোরিটেসর-এ
পৌঁছায় এবং তা ঐ স্থানের স্নায়ুগুলোতে বৈদ্যুতিক ঘাতের সৃষ্টি করে।এ ঘাত
মস্তিষ্কের ঘ্রাণসংক্রান্ত কুণ্ডে পৌছালেই ঘ্রাণ বা গন্ধ বুঝতে পারা যায়। আর
কুকুরের ঐ কুণ্ডের আকার একটু বড় হওয়ায় এবং সেই সাথে এর নাসিকা-গহ্বর বেশি সিক্ত
হওয়ায় এর ঘ্রাণশক্তি বেশি হয়।
আজ তাহলে এপর্যন্তই।সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment