আপডেট:

Wednesday, October 7, 2015

আসুন তথ্য ও প্রযুক্তি বিষয়ে কিছু সাধারনজ্ঞান পড়াযাক । পর্ব ০৮

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ??? নিশ্চয়ই ভালো।আমিও মহান আল্লাহ্‌র রহমতে ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কিছু সাধারণজ্ঞান।তাহলে আর দেরি করবেন কেন ??? তাড়াতাড়ি পড়তে থাকুন।আর হ্যাঁ যদি মনে করেন যে তথ্যগুলো কালেকশনে রাখলে ভালো হয় তাহলে এখানে ক্লিক করে জিপড পিডিএফটি ডাউনলোড করেনিন। 

>>>>>>>>>>..............................<<<<<<<<<<<<
  • v  iOS প্রতিষ্ঠা করেন >>> অ্যাপেল ইনকর্পোরেটেড (২০০৭ সালে)।
  • v  Bandwith বলতে বোঝায়  >>> bit per second
  • v  MAN –এর উৎকৃষ্ট উদাহরণ হলো >>> ক্যাবল টিভি নেটওয়ার্ক।
  • v  কম্পিউটারের সমস্ত কাজ সম্পাদিত হয় >>> ০ ও ১ ব্যবহার করে।
  • v  আসকি কোড হলো >>> বহুল পরিচিত ৭ বিট আলফা নিউমেরিক কোড।
  • v  বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম >>> ENIAC
  • v  সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার হচ্ছে >>> সুপার কম্পিউটার।
  • v  ইউনিকোড হলো >>> মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
  • v  কিবোর্ডের “ফাংশন কী” রয়েছে >>> ১২ টি।
  • v  IP Address সহজে মনে রাখার জন্য ব্যবহার করা হয় >>>  Domain Name
  • v  WAN – এর উদাহরণ – ইন্টারনেট ও ১০০ কি.মি এর অধিক দূরত্বে অবস্থিত যেকোনো কম্পিউটার নেটওয়ার্ক।  

   >>>>>>>>>>..............................<<<<<<<<<<<<        
   ধন্যবাদ সবাইকে।   

No comments:

Post a Comment