আপডেট:

Friday, January 22, 2016

খুব সহজেই আপনার Android Phone এ প্লে করুন আনসাপোর্টেড ভিডিও ফরম্যাট।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো আছেন নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক ভালো আছি।আমার পোস্টে আজ আমি আপনাদের সামনে খুব সহজ একটি টিপস শেয়ার করছি।এটি হবে Android Phone এ আপনি কিভাবে খুব সহজে আনসাপোর্টেড ভিডিও  ফরম্যাট সাপোর্ট করাবেন তার উপর।আমরা জানি আমাদের প্রয়োজনীয় ভিডিও গুলোর বেশ কিছু ফরম্যাট আছে।যেমনঃ
AVI,MKV,VOB,WMV,MP4,FLV,3GP ইত্যাদি।বেশ কিছু ভিডিও অনেক সময় নিজের চালিত স্মার্টফোনে বা ট্যাবে সাপোর্ট করে না।সেক্ষেত্রে একটি পদ্ধতি অবলম্বন করলে হয়ত আপনার মোবাইলে বা ট্যাবে চলবে ঐসব আনসাপোর্টেড ভিডিও।তাহলে নিচের থেকে শিখেনিন।
.................................................................................................................................
পদ্ধতিঃ
১। প্রথমে আপনার কাছে প্লে সমস্যায় বিবেচিত ফাইলটির নির্ধারিত ফোল্ডারে যান এবং ফাইলটি সিলেক্ট করুন।
২। তারপর 'রিনেম' এ ক্লিক করুন এবং শুধুমাত্র শেষে যে ফরম্যাট থাকে,যেমন ধরুনঃAVI,MKV,VOB, সেখানে এডিট করুনঃ .mp4,.3gp ইত্যাদি লিখে।
৩। ব্যাস।কাজ শেষ।এবার ভিডিও প্লে করুন।বেশির ভাগ সল্যুশন এই ভাবেই হয়ে যায়।আর যদি একান্তই না হয় তাহলে ভিডিও কনভার্টার ব্যাবহার করতে পারেন।
.................................................................................................................................
জানি এটি খুব সাদামাটা একটি পোস্ট।তারপরও বলি অনেকেই আছেন যারা এটি জানেন না।এটি শুধুমাত্র তাদেরই জন্য।আজ তাহলে এখানেই রাখছি। 
ধন্যবাদ সবাইকে। 
সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এটিই কামনা রইল। 
আল্লাহ হাফেজ।     
                          

No comments:

Post a Comment