আপডেট:

Saturday, January 9, 2016

আসুন জানি কিছু বিষয় সম্পর্কে "সেগুলো কেন হয় ???" পর্ব ০৯

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ??? নিশ্চয়ই ভালো।আমিও মহান আল্লাহ্‌র রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আমার ধারাবাহিক পোস্টে আজও আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা যা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বলে আশাকরি।এগুলোর সবই সংগৃহীত।পড়তে থাকুন ও শিখতে থাকুন।আগে
জানা থাকে তো ভালো কথা আর যদি না জানা থাকে তাহলে অনেক কাজে দেবে বলে আশাকরি।আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে গেলাম।নিচে থেকে দেখুন।
........................................................................... 

শীতে ত্বক ও ঠোঁট ফাটে কেন???
শীতকালে বাতাস শুষ্ক থাকায় তা বাষ্পীভবনের মাধ্যমে দ্রুত ত্বকের বাইরের স্তরে ফাটলের সৃষ্টি করে।আর এক্ষেত্রে ঠোঁটে কোনো তৈলাক্ত গ্রন্থি না থাকায় ঠোঁটই প্রথম ফাটে।

দেহে চুলকানি হয় কেন???
চামড়ার শুষ্কতা,বিভিন্ন প্রকার এলারজি বা মশার কামড়ে চামড়ায় ব্যথায় স্নায়ুগুলো কিছুটা উত্তেজিত হলেই দেহে চুলকানি সৃষ্টি হয়।

মশা হুল ফুটানোর সাথে সাথেই তা টের পাওয়া যায় না কেন???
মশা শরীরে বসে কামড়ানোর পূর্বে হুল পিচ্ছিল করার জন্য মুখে লালা আনে এবং হুল ফুটানোর পর এ লালা ঐ স্থানকে কিছুটা অবশের মতো করে বলে হুল ফুটানো টের পাওয়া যায় না।  
........................................................................... 

আর হ্যাঁ, যদি মনে করেন যে এগুলো কালেকশনে রাখবেন তাহলে মোটেও দেরি না করে এখানে ক্লিক করুন আর পিডিএফ আকারে ডাউনলোড করেনিন।
আজ তাহলে এপর্যন্তই। 
সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ।         

No comments:

Post a Comment