...............................................................
১। ‘মানব’ হচ্ছে >>> তৎসম শব্দ।
২। ভাষার মূল উপকরণ হচ্ছে >>> বাক্য।
৩। “তিনি সৎ কিন্তু কৃপণ” >>> যৌগিক বাক্য।
৪। বাংলা ভাষা যে মূল ভাষার অন্তর্গত >>> ইন্দো-ইউরোপীয়।
৫। বাংলা ব্যাকরণ যে পদের সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না
>>> অব্যয়।
৬। ‘Superstitions’ শব্দের অর্থ >>> কুসংস্কার।
৭। ‘Blue print’-এর পারিভাষিক শব্দ >>> নীলনকশা।
৮। “বই-টই নিয়ে পড়তে বসো”।এখানে বই-টই >>>
অনুচর-দ্বিরুক্তি।
৯। যে পদগুলি নিয়ে সমাস হয় তাদের বলে >>>
সমস্যমান পদ।
১০। “শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির,লিখে রেখ,এক ফোঁটা
দিলেম শিশির”-এই অংশটুকুর মূল প্রতিপাদ্য >>> অকৃতজ্ঞতা।
১১। ‘একত্রিত’ শব্দটি >>> অপপ্রয়োগের
দৃষ্টান্ত।
১২। তারিখ লিখতে যে যতি চিহ্নের ব্যবহার হয় >>>
কমা।
১৩। বাংলা বর্ণমালায় বর্গীয় ‘ব’ এবং অন্তঃস্থ ‘ব’ এর
আকৃতিতে >>> পার্থক্য নেই।
১৪। দুই বা ততোধিক বাক্য ‘ও,এবং,আর,কিন্তু,তথাপি,’
ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত হওয়াকে >>> যৌগিক বাক্য বলে।
...............................................................
আজ আর নয়, দেখা হবে নেক্সট পোস্টে।আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো পোস্ট নিয়ে আসতে পারি।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment