আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ??? ভালো নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্র অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো আছি।আমার ধারাবাহিক পোস্টে আজ এখন আপনাদের জন্য থাকছে "ফিজিক্স পড়াশুনা"।আপনারা যারা আগে থেকেই আমার সাইটে ঘুরেন তারা হয়ত এটি জানেন যে আমার সাইটটি শিক্ষণীয় পোস্টের আদলে তৈরি।আমার জানা মতে বিজ্ঞানের শুধু এই "পদার্থ বিজ্ঞান" নামক অংশুটুকই শুধু বাকি ছিল পোস্ট করতে।এর আগে আমি রসায়ন,জীব,গণিত ইত্যাদি নিয়ে পোস্ট করেছি।তবে আজ থেকে এই ফিজিক্স শুরু করলাম।এখন থেকে এর উপরও পোস্ট করবো ইন শা আল্লাহ।নিয়মিত চোখ রাখুন।আর আপনার পছন্দের পোস্ট পড়তে থাকুন।আমি এখন যে বিষয়ের উপর পোস্ট করবো সেটি হচ্ছে "পদার্থ বিজ্ঞানের কিছু সূত্র ও নীতি"।এটি পিডিএফ আকারে পাবেন এখানে।আর এখন তাহলে নিচে থেকে পড়তে থাকুন।
.....................................................................
নিউটনের মহাকর্ষ সূত্রঃ
“মহাবিশ্বের যেকোন
দুটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে।এই আকর্ষণ বলের মান
বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক,এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের
ব্যাস্তানুপাতিক এবং এই বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।”
ভরবেগের সংরক্ষণ সূত্রঃ
“একাধিক বস্তুর
মধ্যে শুধু ক্রিয়া-প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে
তাদের ভরবেগের কোন পরিবর্তন হয় না।”
নিউটনের গতি সূত্রঃ
১। কোন বস্তুর
উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে আর গতিশীল বস্তু
সমবেগে গতিশীল থাকবে।
২। বস্তুর
ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক।বল যেদিকে ক্রিয়া করে
বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়।
৩। প্রত্যেক
ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
হুকের সূত্রঃ
“স্থিতিস্থাপক
সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।”
কুলম্বের সূত্রঃ
“দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল
আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক,এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক
এবং এই বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।”
স্নেলের সূত্রঃ
“একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট রংয়ের আলোর জন্য আপতন কোণের সাইন (sin) এবং প্রতিসরণ কোণের সাইনের (sin) অনুপাত সর্বদা ধ্রুব থাকে। ”
ও’মের সূত্রঃ
“স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে
প্রবাহিত তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।”
.....................................................................
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment