আপডেট:

Thursday, February 4, 2016

যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য Math Help. পর্ব ০৪ [[[সেট ও ফাংশন খুঁটিনাটি + বাস্তব সংখ্যা খুঁটিনাটি ]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? আমি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার ধারাবাহিক পোস্টে আজ এখন থাকছে গণিতের উপর কিছু টুকিটাকি তথ্য।এগুলো যদিও পোস্ট টাইটেল অনুযায়ী অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেটদের জন্য দেওয়া, আপনারও কাজে লাগবে।তাহলে আর দেরি করা মোটেও উচিত না।নিচে থেকে পড়তে থাকুন আর যদি কিছু শেখার থাকে তাহলে শিখেনিন।যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করুন।চেষ্টা করবো বুঝিয়ে বলার।আর হ্যাঁ, আমি এই রিলেটেড পোস্ট অনেকগুলো করেছি।ওগুলোও দেখুন।অনেক কিছু শিখতে পারবেন।তাহলে পড়ুন।
......................................................................................................
১। সেটঃ সেট হচ্ছে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বস্তুসমূহের সমাহার বা তালিকা।
২। শূন্য সেট সব সেটের উপসেট।
৩। ফাংশনঃ x,y যদি দুটি চলক হয় এবং x এর পরিবর্তনে যদি y এর বিভিন্ন মান পাওয়া যায় তাহলে এই সম্পর্ককে ফাংশন বলে।
৪। কোন ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে যদি ফাংশনটি হয় এক-এক এবং সর্বগ্রাহী।
৫। বাস্তব সংখ্যাঃ শূন্য,ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা(জটিল সংখ্যা বাদে) সবই বাস্তব সংখ্যা।
৬। মূলদ সংখ্যাঃ যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত(শূন্য দ্বারা ভাগ বাদে) হিসেবে প্রকাশ করা যায় তাকে মুলদ সংখ্যা বলে।
৭। অমূলদ সংখ্যাঃ যে সংখ্যাগুলো মুলদ নয় সেগুলোই অমূলদ সংখ্যা।
৮।মূলদ সংখ্যা চেনার উপায়ঃ
ক) যেকোন পূর্ণ সংখ্যায়ই মূলদ সংখ্যা।
খ) কোন সংখ্যার দশমিক বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অংক থাকলে তা মূলদ সংখ্যা।
গ) কোন সংখ্যার দশমিক বিন্দুর পরের অংশকে আবৃত দশমিকে প্রকাশ করা গেলে সেটি মুলদ সংখ্যা।বাকি সব অমূলদ সংখ্যা।
৯। পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয়।

১০। গণিতে অংক হচ্ছে >>> ০ সহ ১-৯ পর্যন্ত। ...................................................................................................... 

এটির পিডিএফ লাগলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

আজ তাহলে এখানেই শেষ।
নিয়মিত আমার সাইটে ভিজিট করুন আর পোস্ট পড়ুন। 
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।                                   

No comments:

Post a Comment