আপডেট:

Thursday, March 24, 2016

ডাউনলোড করেনিন উইন্ডোজ ওএসের সেরা ২৫ টি প্রয়োজনীয় ও বেসিক সফটওয়্যার।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে Windows পিসি চালাতে যে যে বেসিক সফটওয়্যারগুলো লাগে সেগুলোর দারুণ এক কালেকশন।”আপনাদের কাজ হচ্ছে সম্পূর্ণ পোস্টটি পড়া এবং যেটি যেটি আপনার প্রয়োজন বলে মনে করেন সেটি সেটি ডাউনলোড করে নেওয়া।তাহলে আর দেরি কিসের???নিচের থেকে সফটওয়্যারগুলো দেখুন আর ডাউনলোড করতে থাকুন।

    1.Picasa
এটি একটি দারুন ফটো ভিউআর। এটি দিয়ে অবশ্য ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।           
    2.Fastone Capture
এটিও ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে ব্যবহার করা হয়।তবে আমার দেখা সবচেয়ে সুন্দর ভিডিও টিউটোরিয়াল মেকার এটি।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।  
  3.AVRO
যারা বাংলা টাইপ করতে চান তাদের কে তো এই সফটওয়্যারের কথা না বললে নয়। বিশেষত যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য তো এই সফটওয়্যারের বিকল্প নেই। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।    
   4.AIMP3
আর কি বলবো, আমার দেখা সবথেকে ভালো অডিও প্লেয়ার। এটা দিয়ে আপনি প্লেলিস্ট, গানের ট্যাগ এডিট ইত্যাদি করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।            
   5.4Videosoft HD Converter
দারুন একটা অডিও ভিডিও কনভার্টার।এটার ক্র্যাক করা একটু ঝামেলা অনেকের কাছে। যদি আপনি ক্র্যাক করতে না বোঝেন তাহলে এখান থেকে ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।          
   6.Pot Player
এই একটা ভিডিও প্লেয়ার।যেটাতে আমি আজ পর্যন্ত কোন ভিডিও প্লে করতে প্রবলেম হতে দেখিনি।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।          
  7.Internet Download Manager
যারা ইন্টারনেট ইউজ করেন তারা জানেন এই সফটওয়্যারটির প্রয়োজনীয়তা। তবে আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সফটওয়্যারটি কোন দিনও রেজিস্ট্রেশন করা লাগবে না। কিন্তু একটা কথা। কখনই আপডেট করবেন না। তাহলে কিন্তু রেজিস্ট্রেশন কি চাবে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন। 

   8.Share It 
Android Phone এর মত পিসিতেও এবার চলবে শেয়ার ইট।  
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।
   9.Super Copier
দারুন একটি কপিয়ার। এটি খুব সুন্দর দেখতে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।  
  10.PC Cleaner
এটি দিয়ে আপনি আপনার পি সি এর সিস্টেম ক্লিন করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন। 
  11.Protected Folder
এটি দিয়ে আপনি আপনার পার্সোনাল ফাইল লক করে রাখতে পারবেন। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।  
  12.Recuva
ফাইল রিকভারি করার একটা দারুন ও সহজ সফটওয়্যার এটি।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।
  13.Unlocker
কম্পিউটারের কোন কিছু ডিলিট হতে চাচ্ছে না?? কোন ব্যাপার না। এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজেই সেগুলো ডিলিট করে দিতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।     
  14.Driver Genious
আসলে এটি এমন একটি সফটওয়্যার যেটা কি না নেট থেকেই সব ড্রাইভারগুলো ইন্সটল করে নিবে আপনার পি সি তে।আপনার কাজ শুধু নেট কানেক্ট করা।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন। 
  15.Do pdf
এটি ডকুমেন্ট থেকে পি ডি এফ তৈরি করতে ব্যবহার করা হয়।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।           
  16.Windows 8.1 Activator
এটি দিয়ে আপনি খুব সহজেই অফিস ১০, উইন্ডোজ ৮.১ ইত্যাদি অ্যাক্টিভেট করতে পারবেন
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।           
  17.Windows 8 Activator
এটি দিয়ে আপনি উইন্ডোজ ৮ অ্যাক্টিভেট করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতেএই জায়গায় ক্লিক করুন।           
  18.Windows 7 Activator
এটি দিয়ে আপনি উইন্ডোজ ৭ অ্যাক্টিভেট করতে পারবেন। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন। 
  19.Free Dictionary
এটি বেশ শব্দ সমৃদ্ধ একটা ইংলিশ টু বাংলা ডিকশনারি। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।           
       
  20.Periodic table
বিজ্ঞান বিভাগের স্টুডেন্টসদের জন্য একটা প্রয়োজনীয় সফটওয়্যার এটি। এই পর্যায় সারণি একটা এমন জিনিস যেটা নিয়ে আমার বিশ্বাস কোন বিজ্ঞান বিভাগের ছেলে মেয়েদেরকে ডিটেলস বলা লাগবে না। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন। 
           
  21.Current Affairs Test
এটি দিয়ে আপনি সাধারণজ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর মডেল টেস্ট দিতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।
          
  22.Oxford Pocket Dictionary
এটি ইংলিশ টু ইংলিশ ডিকশনারী। বেশ ওয়ার্ড সমৃদ্ধ।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন। 
  23.7zip
এটি খুব ভালো মানের একটা সফটওয়্যার। এটা দিয়ে আপনি খুব সহজেই জিপ, রার বা অন্য কোন ফরম্যাটের ফাইল গুলো এক্সট্রাক্ট করতে পারবেবন। এটি খুব ফাস্ট।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।    
  24.Power ISO
এটি খুব দারুন একটা সফটওয়্যার বুটঅ্যাবল পেনড্রাইভ তৈরিতে। এটি দিয়ে আপনি উইন্ডোজ বা লিনাক্স বেজড ও এস যেমন উবুন্টু ইত্যাদি পেন ড্রাইভে বুট করতে পারবেন।  
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন।
   
  25.Unetbootin
লিনাক্স বেজড ও এস পেনড্রাইভে বুট করার জন্য দারুন একটা সফটওয়্যার এটি। বস্তুত খুব ভালো অ্যাপস এটি। 
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই জায়গায় ক্লিক করুন। 
  

আজকের মত এখানেই শেষ করছি।দেখা হবে পরবর্তী আরও অনেক পোস্টে।সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এটিই কামনা।
সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আল্লাহ হাফেজ।              

No comments:

Post a Comment