আপডেট:

Thursday, April 21, 2016

এখনই দেখেনিন যেভাবে আপনি আপনার উইন্ডোজ পিসিতে Android Apps চালাতে পারবেন তার উপর একটি সুন্দর টিপস

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে আজ এখন আপনাদের জন্য থাকছে “কীভাবে আপনি আপনার উইন্ডোজ পিসিতে Android Apps চালাতে পারবেন তার উপর টিপস এবং টিউটোরিয়াল।” তাহলে আর কি!!! দেখুন নিচে থেকে।

প্রয়োজনীয় টুলসঃ
  • একটি মোটামুটি ভালো মানের পিসি;যার প্রসেসর স্পীড কমপক্ষে ২.০০।
  • পিসির RAM মিনিমাম ২ জিবি। 
  • BlueStacks/YouWave  নামক অ্যাপ প্লেয়ার।

আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি Blue Stacks সম্পর্কে।

BlueStacks:

Blue Stack একটি বহুল ব্যবহৃত Android  অ্যাপ প্লেয়ার।এটি দিয়ে আপনি খুব সহজেই আপনার উইন্ডোজ পিসিতে Android  অ্যাপ চালাতে পারবেন।তবে হ্যাঁ,এটি কিন্তু একটু স্লো।সমস্যা নেই,কারণ স্লো হলেও এটি অতটা স্লো নয় যার জন্য আপনাকে ঘণ্টাকে ঘণ্টা অপেক্ষা করতে হবে।তাই নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন।আমি নিচে সফটওয়্যারটির বর্ণনা সহ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি।আপনাদের কাজ হবে শুধু এটি ডাউনলোড করে নেওয়া আর ব্যবহার করা।

সফটওয়্যারের বর্ণনা ও ডাউনলোড লিঙ্কসঃ 

  
Software’s Name: BlueStacks
Software’s Size : About 304 MB
Software’s Type : EXE   

আজকের মত তাহলে এখানেই বিদায় জানাচ্ছি।ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ ।

আল্লাহ হাফেজ।         
                

No comments:

Post a Comment