আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও ভালো আছি যদিও প্রচণ্ড গরম লাগছে।যাহোক অনেকদিন হল সাধারণজ্ঞানের উপর লেখা হয় না।তাই আজকে আমার পোস্টটি সাধারণজ্ঞান বিষয়ক তথ্য নিয়েই করবো।যারা অ্যাডমিশন টেস্ট,চাকরীর পরীক্ষা ইত্যাদি দিবেন তাদের জন্য সাধারণজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তা বলে বুঝানো অসম্ভবপ্রায়।থাক বাদ দিই ওসব কথা।
এখন আসি আসল কথায়।আমি এখন নিচে আপনাদের সামনে যে সাধারণজ্ঞানের তথ্যগুলো তুলে ধরবো তা হচ্ছে "আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত সাধারণজ্ঞান "।তাহলে দেরি কিসের!!!এখনই পড়া শুরু করেদিন।আর যদি দরকার হয় তাহলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন।
এখন আসি আসল কথায়।আমি এখন নিচে আপনাদের সামনে যে সাধারণজ্ঞানের তথ্যগুলো তুলে ধরবো তা হচ্ছে "আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত সাধারণজ্ঞান "।তাহলে দেরি কিসের!!!এখনই পড়া শুরু করেদিন।আর যদি দরকার হয় তাহলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন।
১।আফগানিস্তানের শেষ বাদশাহের নাম >>> জহির শাহ।
২।“লাইন অব কন্ট্রোল” যে দুটি রাষ্ট্রের
সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে >>> ভারত ও পাকিস্তান।
৩।কার্ল মার্কস যে দেশে মৃত্যুবরণ করেন
>>> যুক্তরাজ্য।
৪।ডিনামাইট আবিষ্কার করেন >>> আলফ্রেড
নোবেল।
৫।কিরঘিস্তানের রাজধানী >>> বিশকেক।
৬।জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত >>>
নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।
৭।‘আধুনিক আন্তর্জাতিক আইনের জনক’ বলা হয়
>>> হুগো গ্রসিয়াস-কে।
৮।বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ >>>
ভুটান।
৯।হরমুজ প্রণালী অবস্থিত >>> ওমান ও
পারস্য উপসাগরের মধ্যে।
১০।INCB >>> International Narcotics Control Board.
১১।ইতিহাস বিখ্যাত ট্রয়
নগরী অবস্থিত >>> তুরস্কে।
১২।প্রথম লোহা আবিষ্কৃত
হয় >>> এশিয়া মাইনরে।
১৩।আন্তর্জাতিক স্বাক্ষরতা
দিবস >>> ৮ সেপ্টেম্বর।
১৪।আন্তর্জাতিক সমুদ্র
আইন ট্রাইব্যুনাল(ITLOS)-এর সদর দপ্তর
>>> হামবুর্গ, জার্মানি।
১৫।গ্রুপ-৭৭ যে ধরণের
দেশ নিয়ে গঠিত >>> উন্নয়নশীল।
১৬। ক্যাম্প ডেভিড
চুক্তি স্বাক্ষরিত হয় যে দুটি দেশের মধ্যে >>> মিসর ও ইসরাইল।
১৭।‘তাস’ যে দেশের সংবাদ
সংস্থা >>> রাশিয়া।
১৮।প্রথমে অলিম্পিক খেলা
শুরু হয়েছিল >>> গ্রিসে।
১৯।২০১৮ সালে বিশ্বকাপ
খেলা অনুষ্ঠিত হবে >>> রাশিয়ায়।
(সংগৃহীত)
আজকে তাহলে এপর্যন্তই।সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এটিই কামনা।আমার সাইটে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment