আপডেট:

Sunday, May 29, 2016

আসুন একটু ফিজিক্স পড়ি। পর্ব ০৩ [[[দর্পণ ও লেন্স খুঁটিনাটি]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???আশাকরি ভালো আছেন।আমিও মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে পদার্থবিজ্ঞানের দারুণ একটি অংশ "দর্পণ ও লেন্স খুঁটিনাটি।"মনযোগ সহকারে পড়ুন আর মনে রাখার চেষ্টা করুন।কাজে দেবে।আর যদি ভালো লাগে তাহলে এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করেনিন।তাহলে আর কথা বাড়াচ্ছি না।নিচের থেকে পড়ুন। 






সুত্রঃ 1/v +1/u = 1/f
এখানে,              
v= বিম্বের দৈর্ঘ্য  
u= লক্ষবস্তুর দৈর্ঘ্য
f=  ফোকাস দূরত্ব।

মৌলিক তথ্যসমূহঃ
১। অবতল দর্পণে সব(u,v,f) পজেটিভ।
২। উত্তল দর্পণে u বাদে সব নেগেটিভ।
৩। অবতল দর্পণে বিম্ব সামনে গঠিত হয়।                                                
৪। উত্তল দর্পণে বিম্ব পেছনে গঠিত হয়।
৫। অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠিত হয়।
৬। উত্তল দর্পণে অবাস্তব বিম্ব গঠিত হয়।
৭। বাস্তব বিম্বের জন্য m পজেটিভ হয়।
৮। অবাস্তব বিম্বের জন্য m নেগেটিভ হয়।
৯। উত্তল লেন্সে বিম্ব পেছনে গঠিত হয়।
১০। অবতল লেন্সে বিম্ব সামনে গঠিত হয়।
  
বিঃ দ্রঃ এখানে m হচ্ছে রৈখিক বিবর্ধন।   

আজ আর নয়।দেখা পরের পোস্টে।ভালো থাকবেন সবাই।আর হ্যাঁ পোস্টটি কেমন লাগলো তা জানাবেন।যদি কোন ভুল তথ্য দিয়ে থাকি তবে সেটি অবশ্যই জানাবেন।বিবেচনায় রাখবো।
ধন্যবাদ সবাইকে। 

আল্লাহ্‌ হাফেজ।                  

No comments:

Post a Comment