আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???নিশ্চয়ই ভালো।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে 'কম্পিউটারের আবিষ্কার ইতিহাস'।তাহলে পড়ুন এবং প্রয়োজন মনে করলে এখান থেকে জিপড পিডিএফ আকারে ডাউনলোড করেনিন।
খ্রিষ্টপূর্ব ২০০০ সালে ব্যাবিলনে
আবিষ্কৃত অ্যাবাকাস থেকেই কম্পিউটারের ইতিহাস শুরু।পরবর্তী সময়ে ১৬১৬ সালে গণিতবিদ
জন নেপিয়ারের গণনার কাজে অবদান, ১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেলের
যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার, ১৬৭১ সালে জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিৎজের
‘রিকোনিং যন্ত্র’ আবিষ্কার এবং ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের ‘অ্যানালিটিক্যাল
ইঞ্জিন’ আবিষ্কার কম্পিউটারের বিকাশে বিশেষ ভূমিকা রাখে।এভাবে বিশ শতকের মধ্যভাগে
আধুনিক কম্পিউটারের বিকাশ ঘটতে শুরু করে।প্রথম ডিজিটাল কম্পিউটার Mark-1।১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে
মাইক্রো কম্পিউটারের দ্রুত বিকাশ ঘটতে থাকে।প্রথম মাইক্রো কম্পিউটার ‘অলটিয়ার ৮৮০০’
তৈরি করা হয় ১৯৭৫ সালে।বাংলাদেশে কম্পিউটার ব্যাবহারের সূচনা হয় ষাটের দশকে এবং
নব্বইয়ের দশকে তা ব্যাপকতা লাভ করে।সেই সাথে কম্পিউটারের আকৃতি ও কার্যক্ষমতায় এক
বিরাট বিপ্লব সাধিত হয়।বর্তমানে অফিস, কল-কারখানা, এমনকি আবাসস্থল সর্বত্র
কম্পিউটারের নানাবিধ প্রয়োগ কাজকে করেছে সহজ ও গতিশীল।বর্তমানের আধুনিক প্রযুক্তিনির্ভর
জীবনব্যবস্থায় কম্পিউটারের অবদান অপরিসীম।
<<<সংগৃহীত>>>
আজ আর নয়।দেখা হবে পরবর্তী পোস্টে।পোস্টটি কেমন হয়েছে কমেন্টে বলবেন।ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে আশাকরি শেয়ার করবেন।ভালো থাকুন সবাই।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment