আপডেট:

Monday, July 25, 2016

অনলাইন থেকে আয় করুন সহজ উপায়ে।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???ভালো আছেন নিশ্চয়ই।আমিও মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি কীভাবে সহজে অনালাইনে কাজ করে টাকা পাওয়া সম্ভব তার উপর।মনোযোগ সহকারে পড়ুন আর শিখেনিন।প্রত্যেকটি স্টেপ ঠিক ঠাক ভাবে সম্পন্ন করতে পারলে ইনকাম হবে।  

  • প্রথমে ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল ব্লগস্পটে একটি ফ্রী ব্লগ খুলুন। 
  • এরপর একটি ক্লাউড স্টোরেজ অ্যাকাউন্ট খুলুন।এটি খুলতে পারেনঃ Mediafire, Solidfiles etc তে।
  • এরপর যে ফাইলস শেয়ার করতে চান সেগুলো আপনার এই অ্যাকাউন্টে আপলোড করুন। . 
  • এরপর অ্যাডফ্লাই এ একটি অ্যাকাউন্ট খুলুন। 
  • এবার আপনার আপলোডকৃত ফাইলগুলোর লিঙ্ক অ্যাডফ্লাই এর মাধ্যমে শর্টেন করে আপনার ব্লগের পোস্টে পাবলিশ করুন। 
  • আপনার ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য পোস্ট শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে।যেমনঃ ফেসবুক,টুইটার ইত্যাদিতে।
  • এবার ভিজিটর এসে অ্যাডস্কিপ করলে দেখবেন আপনার ইনকাম শুরু হয়ে গেছে।
  • যখন আপনার ইনকাম ৫.০০ ডলার বা তার বেশি হবে তখন আপনি অ্যাডফ্লাই থেকে ডলারগুলো তুলতে পারবেন। 
  • এখন Payoneer or Payza etc তে একটা অ্যাকাউন্ট খুলুন।আমি Payza চালাই।এটা অনেক সহজ।   
  • এবার এই অর্জিত ডলার আপনার এই অনলাইন পেমেন্ট অ্যাকাউন্টে আনুন। 
  • সর্বশেষে আপনার ইনকামকৃত ডলার যা হবে সেগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা যে মাধ্যম সহজ বলে মনে হয় তার মাধ্যমে তুলে নিন। 
কি???সহজ নয়!!! আসলে সহজ।বাট একটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে অ্যাডফ্লাই কর্তৃপক্ষ পেমেন্ট করবে প্রতি ১০০০০ ভিজিটরের অ্যাডস্কিপ = ৫ ডলার।প্রথম দিকে ইনকাম করতে একটু কষ্ট হবে বাট ধীরে ধীরে আপনার সাইটের বা ব্লগের জনপ্রিয়তার সাথে সাথে ইনকামও বাড়তে থাকবে। 

কেমন লাগলো টিপসটি ??? ভালো লাগলে কমেন্টে বলবেন।আর কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন।উত্তর দেওয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।          

No comments:

Post a Comment