আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে "সাইটে ভিজিটর বাড়ানোর কৌশল।"আমি সিউর আপনারা যদি আমার পরামর্শ অনুযায়ী পোস্ট পাবলিশ+শেয়ার করতে পারেন তাহলে অনেক রেগুলার ভিজিটর ও সাধারণ ভিজিটর পাবেন।
উপায়সমূহঃ
- নিয়মিত পোস্ট করুন।
- খুব ভালো ভালো পোস্ট করতে হবে।পোস্টটি বড় হতে হবে।এতে "কী ওয়ার্ড" ব্যবহার করতে হবে।যাতে গুগলে সার্চ করলে আপনার পোস্টটি সহজে পাওয়া যায়।
- সাইট ভিজিটর বাড়ানোর একটি ভালো উপায় হচ্ছে "পোস্টের সোশ্যাল শেয়ার"।এটির জন্য আমাদের দেশে ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কটিই ভালো।ফেসবুকে বেশি মেম্বারওয়ালা বাংলাদেশী গ্রুপে যোগ দিতে পারেন।সেখানে পোস্ট শেয়ার করলে দেখবেন অনেক ভালো রেসপন্স পাবেন।
- আপনার সাইটের পোস্টার তৈরি করুন।
- আপনার পোস্ট লিঙ্কস অন্যদের পোস্টের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।
উপরোক্ত কাজগুলো একটু কষ্টের বাট এর ফলাফল অনেক প্রভাবশালী।এগুলো করলে দেখবেন যে, আপনার সাইটের ভিজিটর অনেক বেড়ে গেছে।
আজ আর নয়।দেখা হবে নেক্সট পোস্টে।আর হ্যাঁ, পোস্টটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।সবাই ভালো থাকুন।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment