আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি এখন আপনাদের সামনে পোস্ট করছি "জীববিজ্ঞান পড়াশুনা" রিলেটেড।যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের অনেকের জন্য এটি খুবই তাৎপর্যপূর্ণ।তাহলে দেরি না করে পড়তে থাকুন।
- মালভেসী গোত্রের অমরাবিন্যাস >>> অক্ষীয়।
- অগ্ন্যাশয় একটি >>> মিশ্র গ্রন্থি।
- জেলিফিশ যে পর্বের প্রাণী >>> নিডারিয়া।
- ক্লাভিকল অস্থির অবস্থান >>> বক্ষ অস্থিচক্রে।
- মানুষের নবম জোড়া করোটিক স্নায়ুর নাম >>> গ্লসোফ্যারিঞ্জিয়াল।
- হাইড্রার মুকুল ব্যবহার হয় >>> অযৌন প্রজননে।
- পত্ররন্ধ্রের খোলা ও বন্ধের উপর প্রভাব বিস্তার করে >>> অসমোটিক প্রেসার।
- গনোরিয়া রোগের জন্য দায়ী >>> ব্যাকটেরিয়া।
- জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেন >>> লুই পাস্তুর।
- স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ হয় যার উপস্থিতিতে >>> ইউরোক্রম।
- অবাত শ্বসনে গ্লুকোজ ভেঙ্গে উৎপন্ন হয় >>> CO2 ও ইথাইল অ্যালকোহল।
- লালাগ্রন্থি হতে নিঃসৃত হয় >>> মিউসিন, টায়ালিন ও মলটেজ।
- Cell অর্থ >>> ক্ষুদ্র প্রকোষ্ঠ।
- ক্যামিলো গলগি ছিলেন >>> ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ।
- শুক্রাণু বা স্পার্মে নিউক্লিয়াসের পরিমাণ >>> প্রায় ৯০%।
- পাইরিমিডিন-এর সাধারণ সংকেত >>> C4H4N2।
- ১৯০৯ সালে ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন >>> থমাস হান্ট মরগান।
- কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে বলে >>> প্রোসথেটিক গ্রুপ।
- NADP- এর পূর্ণরূপ >>> Nicotinamide Adenine Dinucleotide Phosphate।
- হাইড্রোজেন পারঅক্সাইড(H2O2) কে ভেঙ্গে পানি ও অক্সিজেন উৎপন্ন করতে সাহায্য করে >>> ক্যাটালেজ এনজাইম।
- বাংলাদেশ থেকে শনাক্তকৃত আবৃতবীজি উদ্ভিদ প্রজাতির সংখ্যা >>> প্রায় ৪ হাজার।
- পাইরুভিক এসিডের সংকেত >>> C3H4O3 ।
- এক মোল গ্লুকোজের কার্যক্ষমতা >>> ৫৫.৪%।
- মূল দ্বারা নতুন গাছের সৃষ্টি হয় >>> মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল ইত্যাদি উদ্ভিদ।
- কৃত্রিমভাবে তৈরি ইনসুলিনে অ্যামাইনো এসিডের পরিমাণ >>> ৫১ টি।
- ময়ূর এর বৈজ্ঞানিক নাম >>> Pavo cristatus।
- স্বাভাবিক মৃত্যু নেই যে প্রাণীর >>> হাইড্রা।
- ঘাস ফড়িং-এর হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে >>> ১০০-১১০ বার।
- ঘাস ফড়িং-এর রুপান্তর সম্পন্ন হতে সময় লাগে >>> প্রায় দুইমাস।
- রুই মাছের দেহে যে ধরণের আঁইশ থাকে >>> সাইক্লয়েড।
(Collected)
ধন্যবাদ।আমার ব্লগে আবার আসবেন।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment