আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই?ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আজকে আপনাদের সামনে বলবো ব্লগস্পট সাইট দিয়ে কিভাবে আয় করা যায় সে সম্পর্কে।আসলে অনলাইনে ইনকাম করা একেবারে সহজ কাজ নয়।এর জন্য আপনাকে প্রচুর খাটতে হবে এবং নিয়মিত অনলাইনে থাকতেও হতে পারে।যাহোক আমি এখন আপনাদের সামনে বলছি কীভাবে ব্লগস্পট সাইট দিয়ে বিভিন্ন উপায়ে ইনকাম করা সম্ভব তার উপর।
উপায়সমূহঃ
- গুগল অ্যাডসেন্স দিয়ে। আসলে এটা কিন্তু খানিকটা সোনার হরিণের মত। সহজে পাওয়া যায় না। তবে একবার পেলে আপনার মনে হয় অনলাইন ইনকাম অনেক হবে।এটার জন্য প্রথমত আপনার ব্লগটি ইংরেজি ভাষার হতে হবে।কারণ আমি যতদূর জানি বাংলা ব্লগে অ্যাডসেন্স পাওয়া যায় না।আর হ্যাঁ কারও কোন পোস্ট কপি পেস্ট করে ব্লগে দেওয়া যাবে না।এতে গুগল ঝামেলা করতে পারে।
- অ্যাডফ্লাই দিয়ে। অ্যাডসেন্স না পেলেও ব্লগস্পট দিয়ে উপার্জন করা সম্ভব।আর সেটি হচ্ছে অ্যাডফ্লাই। এদের সাইটের মাধ্যমে শ্রিঙ্ককৃত ফাইলের প্রতি ১০০০০ হাজার অ্যাডস্কিপের/ ভিজিটরের জন্য এরা আপনাকে পে করবে ৫ ডলার।আর যদি আপনার সাইটে এদের পপ অ্যাডস দেন তাহলে হালকা হালকা কিছু ইনকাম হবে।অ্যাডফ্লাই অ্যাকাউন্ট চালানো খুবই সহজ।যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে খুলতে পারেন।
- লোকাল অ্যাডভারটাইজিং করেও ব্লগস্পট থেকে ইনকাম করা সম্ভব।যেমনঃ ধরুন আপনি আপনার এলাকার ভালো কোন প্রোডাক্টসের অ্যাডভারটাইজিং করেও আপনার সাইট থেকে ইনকাম করতে পারেন।তবে সবক্ষেত্রেই একটা কথা আর সেটা হচ্ছে আপনার সাইট প্রচুর ভিজিট হওয়া লাগবে।
আরও অনেক মাধ্যম আছে যা ব্যবহার করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।শুধু একটু শ্রম দিতে হবে।মাধ্যমগুলো জানতে গুগলে সার্চ করতে পারেন।
ব্লগস্পট সাইট ডিজাইনিং এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। একেবারে কম খরচে ডিজাইন করে দেওয়া হবে। যোগাযোগের ঠিকানাঃ মোবাইল নংঃ ০১৯৩৩-৮২৮৬৯৬।
যাহোক অনেক কথা বলে ফেললাম।আজ আর নয়।নেক্সটে আরও সুন্দর সুন্দর পোস্ট করবো।আপডেট পেতে নিয়মিত আমার সাইটে ভিজিট করুন।
আর হ্যাঁ, ফেসবুকে নিয়মিত স্টাডি করতে চাইলে BCS Study and Admission Test নামক এই গ্রুপে যোগ দিতে পারেন।
ভালো থাকবেন সবাই।
আল্লাহ্ হাফেজ।
No comments:
Post a Comment