আপডেট:

Monday, February 20, 2017

আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ১৮ [[[Preposition and Article.Different Rules ]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে "Rules of Preposition and Article ".তাহলে দেরি না করে পড়তে থাকুন।আর হ্যাঁ আপনি চাইলে এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন। 
Preposition সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

### Made of (যা দ্বারা তৈরি তা বস্তুর মধ্যে স্পষ্ট দেখা গেলে) আর Made from (যা দ্বারা তৈরি    তা বস্তুর মধ্যে স্পষ্ট না দেখা গেলে) হয়।
যেমনঃ The table is made of wood আবার Paper is made from wood.  

### সীমানার বাইরে বোঝতে beyond Preposition টি ব্যবহার করা হয়।

### Subject   Expert হলে Expert এরপরে  in আর অন্যক্ষেত্রে Expert হলে of হয়।
যেমনঃ He is expert in English আবার He is expert of Football.

### যার মধ্যে আছে সেটি Subject হলে Abound with, আর যা আছে সেটি Subject হলে Abound in হয়।
যেমনঃ The Padma abounds with Hilsa fishes. আবার Hilsa abounds in the Padma.

### Admit এর আগে বস্তু আসলে Admit of বসে।

### Ashamed of= বস্তু হলে। আর Ashamed for= ব্যাক্তি হলে।  

### Take to task হয় Sentence Active হলে এবং Take one to task হয় Sentence Passive হলে।

### A number of এরপরে Noun এবং Verb Plural হয় আর The number of এরপরে Noun Plural এবং Verb Singular হয়।

### বেশিরভাগ ক্ষেত্রে to এরপর verb এর প্রথমরুপ বসে। তবে with a view to এরপর verb এর সাথে ing যোগ করতে হয়। 
যেমনঃ I am going to buy a mobile.
আবার, I came here with a view to watching the cricket match.
 

Rules of Article: 
### আমরা জানি বড় পাহাড় পর্বতের নামের আগে Definite Article (The) বসে।কিন্তু এভারেস্টের ক্ষেত্রে ব্যতিক্রম।এই পর্বতটির নামের আগে কোন Articleই বসে না। 
যেমনঃ
Fill in the gap with article.
 ........................... Everest is the highest mountain in the world.
Correct Answer: No Article.

### The workmen went to _______ church to repair the roof.
Correct Answer: the.
কারণঃ কাজের লোকতো সেখানে প্রার্থনা করতে যাননি।তিনি কাজে গিয়েছেন এবং তিনি প্রত্যেকদিন যান না বলে ওখানে the বসেছে।

### Put an article.
Nazul is ....... Byron of the east.
Correct Answer: the
কারণঃ যদি কাউকে কারও সাথে তুলনা করা হয় তাহলে যার সাথে তুলনা করা হচ্ছে তার নামের আগে the বসে।
বিঃদ্রঃ এখানে কাজী নজরুল ইসলামকে বাইরনের সাথে তুলনা করা হয়েছে তাই বাইরনের নামের আগে the বসেছে।   


আজ আর নয়। দেখা হবে নেক্সট পোস্টে। অনলাইনে নিয়মিত পড়াশুনা এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করতে পারেন।  
ধন্যবাদ সবাইকে। 

আল্লাহ্‌ হাফেজ।       

No comments:

Post a Comment